ইয়োহানির গলায় এবার হিন্দি গান, নামী মিউজিক কোম্পানির সঙ্গে চুক্তি ‘মানিকে মাগে হিতে’ গায়িকার

বাংলাহান্ট ডেস্ক: ইয়োহানিকে (Yohani De Silva) এত তাড়াতাড়ি ভুলে যাননি নিশ্চয়ই? শ্রীলঙ্কার এই গায়িকার কণ্ঠে ‘মানিকে মাগে হিতে’ (Manike Mage Hithe) চরম ভাইরাল হয়েছিল নেটমাধ‍্যমে। গোটা বিশ্বকে নিজের সুরের দোলায় দুলিয়েছিলেন ইয়োহানি ডি সিলভা। গানের পাশাপাশি তাঁর চুলের স্টাইল, সাজপোশাক সবই নজর কেড়েছিল নেটনাগরিকদের।

এতটাই ভাইরাল হয়েছিলেন ইয়োহানি যে সটান বলিউডে ডাক পড়েছিল তাঁর। সলমনকে গান শিখিয়েছিলেন, নিজেও ছবিতে গান গেয়েছিলেন। মাঝে বেশ কিছুদিন নাম শোনা যায়নি ইয়োহানির। সকলে ভেবেছিলেন, আর পাঁচজন ভাইরাল গায়ক গায়িকার মতো তিনিও বুঝি হারিয়েই গেলেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে আবারো প্রকাশ‍্যে এলেন মানিকে মাগে হিতে গায়িকা।

Yohani
তবে তিনি একা নন। পাশে আরেকজন পরিচিত মানুষ। তিনি টি সিরিজের মালিক ভূষণ কুমার। ইয়োহানি এখন টি সিরিজের অন‍্যতম মুখ। গায়িকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে টি সিরিজ। বহু নতুন প্রতিভাকে খুঁজে নিজস্ব পরিচয় দিয়েছে টি সিরিজ। তালিকায় রয়েছে জুবিন নটিয়াল, পায়েল দেব, গুরু রানধাবা, তুলসী কুমার মায় হানি সিংও।

এবার পালা ইয়োহানির। এই প্রথম কোনো আন্তর্জাতিক তারকা যোগ দিলেন টি সিরিজে। ভূষণ কুমার জানান, ইয়োহানির মতো একজন গায়িকাকে পেয়ে টি সিরিজের সাফল‍্য যে আরো বাড়বে তা বলা বাহুল‍্য। শ্রোতাদের জন‍্য দারুন সব গান, মিউজিক ভিডিও আসা এখন শুধুই সময়ের অপেক্ষা।

খুশি ইয়োহানিও। তাঁর কথায়, “একটা গান আমার জীবন পুরোপুরি বদলে দিয়েছে। আমি ভাবতেও পারিনি এতটা প্রভাব ফেলবে গানটা। যে কোনো শিল্পীর জন‍্যই টি সিরিজের মতো এত বড় একটা ব‍্যানারের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া একটা স্বপ্নেথ মতো। আমি অভিভূত এবং কৃতজ্ঞ।”

https://www.instagram.com/p/Cay78dBoZkO/?utm_medium=copy_link

এর আগে ‘সিদ্দত’ ছবির টাইটেল ট্র‍্যাকটি গেয়েছিলেন ইয়োহানি। প্রথম বার বলিউডে গান গেয়ে এতই উত্তেজিত ছিলেন তিনি যে নিজের ইনস্টাগ্রাম ও ইউটিউব চ‍্যানেলেও শেয়ার করেছিলেন গানের রেকর্ডিং ভিডিও। এই গানটি দিয়েই বলিউডে অভিষেক করেছিলেন ইয়োহানি।

গায়িকা তখনি জানিয়েছিলেন, বলিউড ছবি ও গানের বড় ভক্ত তিনি। সুযোগ পেলে গানও গাওয়ার চেষ্টা করেন তিনি। তাঁর ইচ্ছা ছিল বলিউডি ছবিতে গান গাওয়ার। অবশেষে পূরণ হল সেই ইচ্ছা। ইয়োহানি আরো জানিয়েছিলেন তিনি এ আর রহমানের গানের খুব বড় ভক্ত। ভবিষ‍্যতে একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর