বাংলা হান্ট ডেস্ক : ফের বিতর্কিত মন্তব্য করে ঝামেলায় জড়ালেন তৃণমূল বিধায়ক (TMC MLA) মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Bapari)। বকেয়া ডিএ’র দাবিতে সরকারি চাকরজীবীরা আন্দোলন চলছে। এদিকে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, এই মুহূর্তে দাবি পূরণ একেবারেই সম্ভব নয়। এরই মধ্যে আন্দোলনরতদের বেশ আপত্তিকর ভাষায় আক্রমণ করলেন ওই তৃণমূল নেতা। সোশ্যাল মিডিয়ায় বিধায়ক লিখলেন, ‘পাতে পোলাও আছে, তাও ঘিয়ের জন্য ঘেউ ঘেউ করছে একদল।’ এই মন্তব্যের জেরে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন তিনি।
বকেয়া ডিএ’র দাবিতে আন্দোলনকে কড়া হাতে সামলাতে চাইছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনাকে একে বারেই ভাল ভাবে নিচ্ছে না রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী-সহ একাধিক মন্ত্রীর মন্তব্যে তা পরিষ্কার। এদিকে নিজেদের অবস্থান থেকে এক বিন্দু সরতে রাজি নন আন্দোলনকারীরা। জল গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। অর্থাৎ অশান্তি চলছেই।
এরই মাঝে বুধবার সকালে ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ একটি ফেসবুক পোস্ট করেন বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তিনি লেখেন, ‘একদল লোকের পাতে পোলাও-মাংস আছে। তাঁরা ঘেউ ঘেউ করছে। বলছে পোলাওয়ে ঘি কম। আরও ঘি ঢালতে হবে। আর একদল যারা খালি পেটে গামছা বেঁধে রাতে ঘুমাতে যায়। আমি সবদিন ওই না খাওয়া লোকটির জন্য লড়েছি আর লড়বও। ঘি বাবুর লড়াইয়ে সে হারবে না জিতবে আমার কিছু যায় আসে না।’
বিতর্কিত এই মন্তব্যের জেরে তীব্র কটাক্ষের শিকার হন তৃণমূল বিধায়ক। কেউ লেখেন, ‘আপনার বিধায়ক ভাতা এলাকার ভাত না পাওয়া মানুষদের দান করুন। সেই নথি এখানে পোস্ট করুন। আর যে যে সরকারি সুবিধা ভোগ করেন সেগুলোও ছাড়ুন।’
কেউ আবার লিখেছেন, ‘বাম আমলে বিধায়কদের মাইনে কত ছিল আর আজ আপনি কত টাকা মাইনে তুলছেন মনে করুন। ভেবেছিলাম আপনি ভদ্রলোক।’ একজন আবার লিখেছেন, ‘মহাশ্বেতা দেবীর রেফারেন্সে লেখক হয়েছেন, মমতা দিদির অনুপ্রেরণায় বিধায়ক হয়েছে, এবার নিজের যোগ্যতায় মানুষ হবার চেষ্টা করুন।’