বাংলা হান্ট ডেস্ক: তিউনিশিয়া উপকূলে মাছ সমুদ্রে ডুবে গেল নৌকা। প্রায় ৮০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আফ্রিকান শরণার্থী বোঝাই ওই নৌকাটি লিবিয়া থেকে ইউরোপের দিকে যাচ্ছিল বলে জানিয়েছেন তিউনিশিয়ায়ার রেড ক্রিসেন্টের কর্মকর্তারা।
ওই নৌকাটি থেকে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে একজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে ওই নৌকাটিতে যে যাত্রীরা ছিল তারা আফ্রিকার সাহারা অঞ্চল থেকে মধ্যসাগর দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করছিল।
মাঝসমুদ্রে নৌকাডুবি,৮০ জনের মৃত্যুর আশঙ্কা
![deb81 images 1 1 deb81 images 1 1](https://banglahunt.com/wp-content/uploads/2019/07/deb81-images-1-1.jpeg)
সম্পর্কিত খবর