নৃশংস বদলা মাওবাদীদের! বিস্ফোরণে উড়ল পুলিশের গাড়ি! মর্মান্তিক মৃত্যু ৯ জনের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মাওবাদীদের ঘটানো বিস্ফোরণে (Maoist Attack) উড়ে গেল পুলিশের গাড়ি। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের  বিজাপুরে। এই ঘটনায় ইতিমধ্যেই নয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। মৃত নয় জনের মধ্যে ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। মৃত্যু হয়েছে গাড়ি চালকেরও। প্রাথমিক খবর অনুসারে, মাওবাদীরা সম্ভবত আইডি বিস্ফোরণ ঘটায়।

ছত্তিশগড়ে বদলা নিল মাওবাদীরা (Maoist Attack)

এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটানো হয়েছে ছত্রিশগড়ের বিজাপুর জেলার বেদ্রে-কুতরু রোডে। সূত্রের খবর, ছত্রিশগড়ের জঙ্গলে গতকাল মাওবাদী দমন অভিযান শেষ হয়। সে অভিযানে অংশগ্রহণ করা ২০ জন জওয়ানকে নিয়ে গাড়িটি ফিরে আসছিল। তাই হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলেই মনে করা হচ্ছে।

আরোও পড়ুন : পুত্র আকাশকে নতুন বুলেটপ্রুফ গাড়ি কিনে দিলেন আম্বানি, দাম জানলে আঁতকে উঠবেন

প্রসঙ্গত, ছত্তিশগড়ের (Chhattisgarh) বস্তারে গত শনিবারই নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের তুমুল সংঘর্ষে (Maoist Attack) মৃত্যু হয় ৫ জন মাওবাদীর (Maoist)৷ শনিবার বিকেলে নিরাপত্তা বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয় ছত্তিশগড়ের নারায়ণপুর এবং দান্তেওয়াড়া জেলার সীমান্ত এলাকার জঙ্গলে৷

আরোও পড়ুন : ‘তুহিনা’র নাচে মুগ্ধ দেব, শ্রীতমার প্রশংসায় বিশেষ পোস্ট খাদান নায়কের

ওই সংঘর সেই প্রাণ যায় পাঁচজন মাওবাদীর এই সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয় পুলিশের একজন হেড কনস্টেবলের। আর সেই ঘটনার বদলা নিতেই এমন প্রাণঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা বলে মনে করা হচ্ছে। নিহত মাওবাদীদের কাছ থেকে একে ৪৭-এর মতো আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে নিরাপত্তা বাহিনী।

Maoist Attack and died 9 persons.

বছরের শুরুতেই ফের মাওবাদীদের সঙ্গে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে চলল তুমুল গুলির লড়াই। ইতিপূর্বে শনিবারের ঠিক আগের দিন শুক্রবারে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে (Maoist Attack) তিনজন মাওবাদীর মৃত্যু হয় ছত্তিশগড়ের গড়িয়াবন্দ জেলার কান্দেশ্বর গ্রামে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X