দেশের জার্সি পড়ে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজ খেলছিলেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু সিরিজ চলাকালীন অর্থাৎ সিরিজের মাঝপথেই তারকা অজি অলরাউন্ডার ক্রিকেট থেকে কিছু দিনের জন্য ছুটি নিলেন। জানা গিয়েছে যে মানসিক অশান্তির কারণেই তিনি ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতে শ্রীলংকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে অজিরা। বুধবার ব্রিসবেনে ছিল এই সিরিজের দ্বিতীয় ম্যাচ আর এই ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। আর এই ম্যাচে খেলার পরেই এই সিরিজের তৃতীয় ম্যাচে থেকে সরে দাঁড়ালেন তারকা অজি অলরাউন্ডার ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল নিজের মানসিক অশান্তির কারণে তৃতীয় ম্যাচ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাতে সম্মতি জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে দীর্ঘদিন ধরে মানসিক অশান্তিতে ভুগছিলেন ম্যাক্সওয়েল আর তাই কিছুদিনের জন্য ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এছাড়াও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে যে এই বিষয়ে সতীর্থদের সাথে দীর্ঘ আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন ম্যাক্সওয়েল। এছাড়াও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে ম্যাক্সওয়েল আমাদের দলের অন্যতম সেরা সম্পদ তাই আমরা ম্যাক্সওয়েলের পাশেই আছি।
উল্লেখ্য শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দারুন ব্যাটিং করেন ম্যাক্সওয়েল। মাত্র 28 বলে 65 রানের একটি ইনিংস খেলেছিলেন যার জন্য খুব সহজে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া।