বাংলা হান্ট নিউজ ডেস্ক: মুম্বাইয়ে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডকে ৩৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে ভারত। টেস্ট ক্রিকেটে রানের দিক দিয়ে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে ম্যাচ জয়। এই ম্যাচে ভারত জিতে সিরিজও দখল করলেও অন্যদিকে মুম্বাইয়ে খেলা এই ম্যাচের একটি ঘটনা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। মুম্বাই-তে জন্মগ্রহণকারী কিউয়ি স্পিনার এজাজ প্যাটেল ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে দশটি উইকেট নিয়েছিলেন (ম্যাচে মোট ১৪ উইকেট), যা তাকে টেস্ট ইতিহাসে এক ইনিংসে দশ উইকেট নেওয়া তৃতীয় বোলারে পরিণত করেছে। কিন্তু এই ঐতিহাসিক পারফরম্যান্স সত্ত্বেও, এজাজ প্যাটেলকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়নি এবং ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা ময়ঙ্ক আগরওয়াল ম্যাচের সেরা খেলোয়াড়ের খেতাব পান।
এখন এই ইস্যুতে বিতর্ক শুরু হয়েছে, কারণ আজাজ প্যাটেল যে কীর্তি করেছেন তা ইতিহাসে খুব কমই দেখা যায়। যে কোনো এক ইনিংসে দলের দশ উইকেট নেওয়া কত বড় রেকর্ড, সেটা ১৮৭৭ সাল থেকে শুরু হওয়া টেস্ট ক্রিকেটে মাত্র তিনবার ঘটেছে দেখেই অনুমান করা যায়। তা সত্ত্বেও, আগরওয়াল প্রথম ইনিংসে ১৫০ এবং দ্বিতীয় ইনিংসে ৬২ রান করার জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন। এই সিদ্ধান্তে ক্ষিপ্ত ক্রিকেট অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় অনেক প্রাক্তন ক্রিকেটারও এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
অনেকেই বলছেন নিউজিল্যান্ড ম্যাচ হারলেও এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে এজাজ প্যাটেলের জন্য। তিনিই ম্যাচের আসল তারকা, কারণ তিনি এমন কিছু করেছিলেন যা আগে মাত্র দুবার ঘটেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের ছাড়াও, রবিচন্দ্রন অশ্বিনও ম্যাচের পরে কথা বলার সময় এজাজ প্যাটেলের প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে তিনি যা করেছেন তা ঐতিহাসিক।
এজাজ প্যাটেল শুধু এক ইনিংসে দশ উইকেটই নেননি, পুরো ম্যাচেই নিয়েছেন ১৪ উইকেট। টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসেও এজাজ প্যাটেল নিজের নামে নেন ৪ উইকেট। বিশেষ ব্যাপার হল ভারতের মোট ১৭টি উইকেট পড়েছিল এবং সবগুলোই নিয়েছেন এজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র। অর্থাৎ, শুধুমাত্র ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়রাই এই উইকেটগুলো নিয়েছেন। কিন্তু কোথাও গিয়ে যে আজ ক্রিকেট ব্যাটসম্যানদের খেলা হয়ে গিয়েছে সেই বিতর্ক আরও একবার উস্কে দিলো এই সিদ্ধান্ত।