বাংলা হান্ট ডেস্ক : চলতি সিজনের শুরুর থেকেই দূর্দান্ত ফর্মে রয়েছে KKR। পরপর তিন ম্যাচ জিতে কার্যত রেকর্ড গড়ে ফেলেছে দলটি। চেন্নাই দূর্গে বিজয়রথ থামলেও খুব একটা সমস্যায় নেই কলকাতা শিবির (Kolkata Knight Riders)। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। রাজস্থানের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলেছে কলকাতা। পরের ম্যাচ জিতলেই রাজস্থানকে টপকে ফের একবার শীর্ষস্থান দখল করতে পারবে শ্রেয়স ব্রিগেড।
এমন আবহে কলকাতার লক্ষ্য এখন আগামী রবিরা বাংলা নববর্ষের প্রথম দিনে লখনউকে হারানো। কারণ এই ম্যাচে হারলে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে নাইটদের। কলকাতার ঠিক নিচেই রয়েছে লখনউ। ম্যাচ ও পয়েন্ট সমান, শুধু মাত্র রানরেটে পিছিয়ে রয়েছে দলটি। এমন আবহে কলকাতা আসন্ন ম্যাচ জিততে না পারলে বেশ বড়সড় সমস্যায় পড়বে নাইটরা। রান রেট তো কমবেই সেই সাথে পজিশনও হারাবে শ্রেয়সরা।
যদিও ঘরের মাঠে খেলা হয় একটা অতিরিক্ত সুবিধা পাবে নাইটরা। সেই সাথে আরও এক সুখবর অপেক্ষা করছে কলকাতার জন্য। সূত্রের খবর, চোটের কারণে এই ম্যাচটাও মাঠের বাইরেই রয়েছেন এলএসজি পেসার মায়াঙ্ক যাদব। কারণ লখনউ সুপার জায়ান্টের বোলার মায়াঙ্ক যাদবকে (Mayank Yadav) নিয়ে সমস্যা চলছেই। গুজরাটের বিরুদ্ধে ম্যাচে মাত্র 1 ওভার বল করেই উঠে যেতে হয় তাকে। খবর আসে যে চোটের কারণে তিনি খেলতে পারছেন না। কিন্তু তারপর আরো কয়েকটি ম্যাচ হয়ে গিয়েছে এখনো দলে ফিরতে পারেননি মায়াঙ্ক। শুক্রবার দিল্লি ক্যাপিটালসের সাথে ম্যাচেও নেই তিনি। এবার খবর কলকাতার ম্যাচেও তিনি থাকছেননা।
আরও পড়ুন : ‘ভাতার কাছে ইজ্জত বেচবেন না’, সন্দেশখালির প্রসঙ্গ উঠতেই চোখে জল শুভেন্দুর
আজ দিল্লির সাথে ম্যাচ রয়েছে লখনউ এর, সেখানে থাকছেন না মায়াঙ্ক যাদব। এছাড়া এর পরের ম্যাচে, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের সাথেও খেলবেন না তিনি। আর এই বিষয়ে জানিয়েছেন দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। এর সাথে তিনি এও জানিয়ে দিয়েছেন যে, শীঘ্রই মাঠে ফিরবে মায়াঙ্ক। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে দেন কোচ। চলুন দেখা যাক কি বলেছেন তিনি।
LSG এর প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন যে, ‘গুজরাট টাইটান্সের সাথে ম্যাচের আগে মায়াঙ্ক তার নিতম্বের উপর কিছুটা ব্যথা অনুভব করে। কিন্তু বাকি ব্যথার সাথে এটি ঢাকা পড়ে যায়। আমরা ভেবেছিলাম যে ব্যাথা হয়তো ওষুধের মাধ্যমে সেরে যাবে। ডাক্তার এবং ফিজিয়োদের দেখানোর পর সব কিছু ঠিকঠাক মনে হওয়াতে মাঠে নামে ও।”
আরও পড়ুন : বিশ্বকাপের জন্য উইকেটরক্ষক পেয়ে গেল টিম ইন্ডিয়া! নাম জানালেন খোদ রোহিত শর্মা
তিনি আরো বলেন যে, “ওকে কিছুটা সুস্থ মনে হওয়ায় টাইটান্সের বিরুদ্ধে প্রথম ওভার বল করতে শুরু করে কিন্তু তারপরই আবার ব্যথা অনুভব করতে শুরু করে মায়াঙ্ক। এরপর আমরা MRI স্ক্যান করাই। স্ক্যান থেকে বোঝা যায় যে, একটু ফোলাভাব রয়েছে। তবে আমরা আশাবাদী যে, ও নিজেকে ফিট করে শীঘ্রই আবার বোলিংয়ে ফিরে আসবে।’ তবে প্রধান কোচের কথা অনুযায়ী চেন্নাই সুপার কিংসের সাথে ম্যাচে ফের পাওয়া যাবে তাকে। আগামী 19 এপ্রিল চেন্নাইয়ের সাথে খেলবে লখনউ।
আরও পড়ুন : দুর্নীতি ঢাকতেও চুরি! ‘তথ্যপ্রমাণ’ লোপাটের অভিযোগ মুখ্যসচিবের বিরুদ্ধে, তদন্তের নির্দেশ আদালতের
ল্যাঙ্গার বলেই দেন যে, চেন্নাইয়ের সাথে ম্যাচের আগে যেনতেন প্রকারে ফিট করে তোলা হচ্ছে মায়াঙ্ক যাদবকে। টিম ম্যানেজমেন্টের ইচ্ছে ও প্রতিটি ম্যাচই যেন খেলতে পারে। এছাড়া ও যে নিজেও প্রতিদিন প্রচুর পরিশ্রম করছে সেকথাও জানিয়ে দেন ল্যাঙ্গার। উল্লেখ্য শুরুতে হারলেও বর্তমানে জয়ের হ্যাটট্রিক করে নিয়েছে লখনউ। এখন দেখার দিল্লির বিরুদ্ধে ম্যাচেও তারা জয় পায় কিনা।