ইদ পালন করবেন না মহম্মদ সেলিম, থাকবেন মৃত ছাত্রনেতা আনিসের বাড়িতে

বাংলাহান্ট ডেস্ক : দেশে আজ খুশির ইদ। আনন্দে মেতে উঠেছে সকলেই। কিন্তু এবার ইদের উৎসবে সামিল হচ্ছেন না সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এবার ইদে তিনি উপস্থিত থাকছেন হাওড়ার আমতায় মৃত ছাত্রনেতা আনিস খানের বাড়িতেই। এদিন সন্তানহারা পরিবারের সঙ্গেই সময় কাটাতে চান তিনি।

গত ১৮ ফেব্রুয়ারি মৃত্যু হয় বাম ছাত্রনেতা আনিস খানের। পরিবারের অভিযোগ পুলিশই খুন করেছে ছেলেকে। এখনই তদন্ত চলছে সেই মামলার। হাইকোর্টের আদেশে সিবিআইয়ের হাতে গিয়েছে এই তদন্তভার। মৃত আনিস খানকে তাদের দলের সদস্য বলে দাবি করে প্রথম থেকেই একাধিকবার আনিসের বাড়িতে গিয়েছেন সিপিএমের নেতানেত্রীরা। বেশ কয়েকবার তার পরিবারের সঙ্গে গিয়ে দেখাও করেন মহম্মদ সেলিম এবং সিপিএমের প্রতিনিধি দল।

   

ইদের আগের দিনই ফেসবুকে একটি পোস্ট করে এই ব্যাপারে লেখেন মহম্মদ সেলিম। সেই পোস্টে তিনি লেখেন, ‘আগামীকাল খুশির উৎসব, মিলনের উৎসব। কিন্তু আনিস খানের পরিবার এই দিনটি শোকাহত হয়ে কাটাতে বাধ্য হবে। কোন খুশি আনিসের শোকাচ্ছন্ন বাবাকে তাঁর সন্তানকে হারানোর বেদনা থেকে মুক্তি দেবে? আনিস খান হত্যার ইনসাফ লড়াই করে আদায় করে নেওয়ার শপথ জোরালো করতে আগামীকাল ঈদের সকালে আমি শোকাহত শহীদ পরিবারের সঙ্গে থাকবো, পাশে থাকবো।’

প্রসঙ্গত উল্লেখ্য, আনিসের মৃত্যুর পর তা নিয়ে ব্যাপক বিক্ষোভ, প্রতিবাদ, রাজনীতি হয়েছে রাজ্য জুড়ে৷ তৃণমূল, বিজেপি এবং সিপিএম ঝাঁপিয়ে পড়ে ঘটনার মধ্যে। ছাত্রনেতার খুনের প্রতিবাদে প্রবল আন্দোলন শুরু করে মাঠে নামে সিপিএম। অন্যদিকে আনিসকে নিজেদের সমর্থক বলে দাবি করে সোচ্চার হয় তৃণমূলও। পুলিশের দিকে ওঠা অভিযোগের তীর নিয়েও চলে বিস্তর চাপান উতোর। বর্তমানে সেই ঢেউ থিতিয়ে এলেও ছাত্রনেতাকে যে ভোলেনি বামেরা এবার সেই কথাই যেন মনে করালেন মহম্মদ সেলিম।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর