বাংলা হান্ট ডেস্কঃ খাসির মাংসের সঙ্গে ছাগলের মাংস মিশিয়ে বিক্রির অভিযোগ ঘিরে তুমুল হট্টগোল তারকেশ্বরে (Tarakeswar)। সোমবার সকালে চাঁপাডাঙা এলাকায় ঘটনার জেরে উত্তাল হয়ে ওঠে এলাকা। রাজনৈতিক রঙও লাগে ঘটনায়, কারণ অভিযুক্ত বিক্রেতার নাম জড়িয়ে যায় শাসকদলের সঙ্গে।
খাসির মাংসের সাথে ছাগলের মাংস মিশিয়ে বিক্রির অভিযোগে চাঞ্চল্য তারকেশ্বরে (Tarakeswar)
তারকেশ্বরের (Tarakeswar) চাঁপাডাঙার বাসিন্দা প্রসেনজিৎ সামন্ত সোমবার সকালে খাসির মাংস কিনতে গিয়েছিলেন বিক্রেতা নিজাম শেখের দোকানে। অভিযোগ, মাংস কেনার পর তিনি বুঝতে পারেন খাসির মাংসের বদলে দেওয়া তাঁকে দেওয়া হয়েছে ছাগলের মাংস। কেন এই ভাবে ঠকানো হবে? সেই প্রশ্ন তোলেন তিনি।” এই খবর দ্রুত ছড়িয়ে পড়তেই বাজার জুড়ে হট্টগোল শুরু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তার আগেই দোকান থেকে চম্পট দেন মালিক নিজাম শেখ ও তাঁর দুই কর্মী। ভিড় জমে যায় দোকানের সামনে। এ সময় নিজামের ভাগ্না গোলাম রসুল জানান, “মাঝে মধ্যে খাসির মাংসের বদলে ছাগলের মাংস বিক্রি করা হত। মামার অজান্তেই বিক্রি করত দোকানের কর্মচারিরা।” তবে গ্রাহকরা প্রশ্ন তোলেন, এতদিনে কেন বিষয়টি প্রকাশ্যে এল?
এই ঘটনা রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়েছে।। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী অভিযোগ করেন, “তৃণমূল মানেই চোর।” অন্যদিকে স্থানীয় তৃণমূল যুব সভাপতি আবদুল আক্তার প্রতিক্রিয়ায় জানান, “উনি কেউ নন। ভুল করলে শাস্তি পেতে হবে সে যেই হোক।” শাসকদল নিজেদের থেকে দূরত্ব রাখলেও বিরোধীরা এটিকে দুর্নীতির নজির হিসেবে তুলে ধরছে।
আরও পড়ুনঃ বিহারের পর দিল্লিতেও কি এবার SIR? জল্পনায় তুঙ্গে রাজধানী, ‘চুপ’ কমিশন
খাসির মাংসে ছাগল মিশিয়ে বিক্রির অভিযোগ ঘিরে তারকেশ্বরের (Tarakeswar) চাঁপাডাঙা এখনো সরগরম। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। তবে রাজনৈতিক দোষারোপে সাধারণ ক্রেতাদের অসুবিধার বিষয়টি যে আড়ালে চলে যাচ্ছে, সেই আশঙ্কাই এখন বড় হয়ে উঠছে।