প্রথম ছবিতেই খ‍্যাতির চূড়ায়, ‘কেজিএফ চ‍্যাপ্টার ২’তে যশের মাকে দেখে ঘুম উড়ল দর্শকদের!

   

বাংলাহান্ট ডেস্ক: ‘আর আর আর’ এর পর আবারো একটি ব্লকবাস্টার হিট ‘কেজিএফ চ‍্যাপ্টার ২’ (KGF Chapter 2)। মাত্র এক সপ্তাহে ৭০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে যশ অভিনীত এই ছবি। পরিচালক প্রশান্ত নীল থেকে ১৯ বছর বয়সী এডিটর উজ্জ্বল কুলকার্নি সকলের প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা। তবে আরেকজনের পারফরম‍্যান্সের কথা না বললেই নয়। তিনি অর্চনা জয়েস (Archana Jois) ওরফে রকি ভাইয়ের মা।

কেজিএফ চ‍্যাপ্টার ২ তে রকি ভাইয়ের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অর্চনাকে। চরিত্রটি ছোট হলেও অত‍্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত অভিনেতা অভিনেত্রীদের মধ‍্যে আলাদা ভাবে নজর কেড়েছেন অর্চনা। রকি ভাইয়ের মায়ের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে তাঁর বয়স কিন্তু মাত্র ২৭ বছর।

IMG 20220421 184556
কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ পরিচিত নাম অর্চনা। অবশ‍্য অভিনয়ে তাঁর ডেবিউ হয়েছিল ছোটপর্দা দিয়ে। ‘মহাদেবী’ সিরিয়ালে সুন্দরীর চরিত্রে প্রথম অভিনয় করেন অর্চনা। প্রথম বারেই তাঁর অভিনয় দাগ কেটে গিয়েছিল দর্শকদের মনে।

এছাড়া আরো গুণ রয়েছে অর্চনার। তিনি একজন প্রশিক্ষণপ্রাপ্ত কত্থক নৃত‍্যশিল্পী। মঞ্চে পারফর্ম করার পাশাপাশি একটি নাচের রিয়েলিটি শো তেও অংশ নিয়েছিলেন অর্চনা। ‘কেজিএফ চ‍্যাপ্টার ২’ এর মাধ‍্যমেই বড়পর্দায় ডেবিউ করলেন তিনি। যশের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ না পেলেও প্রথম ছবিই তাঁকে প্রভূত জনপ্রিয়তা এনে দিয়েছে। ইনস্টাগ্রামে উত্তরোত্তর বেড়ে চলেছে ফলোয়ার সংখ‍্যা।

IMG 20220421 184012

বাস্তব জীবনে শ্রেয়স জে উড়ুপার সঙ্গে বিবাহিত অর্চনা। স্বামীর সঙ্গে প্রায়ই ছবি শেয়ার রতে থাকেন সোশ‍্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে ১ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে অর্চনার।

voice of every mother
প্রসঙ্গত, সুপারস্টার যশের প্রথম ছবি ‘কেজিএফ’ যে প্রত‍্যাশা তৈরি করেছিল তা পূরণ করতে সক্ষম হয়েছে সিক‍্যুয়েল ছবিটি। ফিল্ম বিশেষজ্ঞদের দাবি সত‍্যি করে মুক্তির দিন থেকেই ব‍্যবসায় গতি ধরে ফেলেছে ছবিটি। এমনকি হিন্দি সংষ্করণেও ‘কেজিএফ চ‍্যাপ্টার ২’ই সবথেকে দ্রুত ২৫০ কোটি তুলতে পেরেছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর