সোনাদানা সম্পত্তিতে রাজারাজড়াও চুনোপুঁটি! ইনিই হলেন দেশের সর্বকালের সবথেকে ধনী অভিনেত্রী!

বাংলাহান্ট ডেস্ক: সম্পত্তির নিরিখে দেশের তাবড় ধনী ব্যক্তিদের টেক্কা দিতে পারবেন বলিউডের অভিনেত্রীরা (Actress)। ইন্ডাস্ট্রি এগোনোর সঙ্গে সঙ্গে নায়কদের থেকেও এগিয়ে যাচ্ছেন নায়িকারা। আলিয়া, দীপিকারা এখন বলিউডের পাশাপাশি কাজ করছেন হলিউডেও। কামাচ্ছেন ডলারে। কিন্তু তবুও দেশের চিরকালীন শ্রেষ্ঠ ধনী অভিনেত্রীর তকমা কিন্তু এদের মধ্যে কেউই পাননি।

এই উপাধি রয়েছে শুধুমাত্র একজন অভিনেত্রীর কাছেই। তবে তিনি বলিউড ইন্ডাস্ট্রির নন, দক্ষিণী ফিল্ম জগতের। তিনি জয়ললিতা (Jayalalitha)। দক্ষিণী ছবির জগতে রাজত্ব করার পর তামিল রাজনীতিতে পা পড়ে তাঁর। সেখানেও ঝড় তুলে দেন জয়ললিতা। দীর্ঘ ১৪ বছরেরও বেশি সময় ধরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে থেকেছেন তিনি। জয়ললিতার সম্পত্তির পরিমাণ শুনলে ভিরমি খাবেন!

Meet india richest actress of all time

জয়রাম জয়ললিতা, ১৯৪৮ সালে বর্তমান কর্ণাটকের মেলুকোটে জন্ম তাঁর। তবে পেশাগত ক্ষেত্রে তিনি জয়ললিতা নামেই পরিচিত এবং বিখ্যাত। ভারতীয় ফিল্ম জগতে তো বটেই, রাজনীতিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তিত্ব ছিলেন জয়ললিতা। মাত্র তিন বছর বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রাখেন তিনি।

পুরো দমে অভিনয়ও শুরু করেন তিনি কম বয়সে। ১৯৬০ সালে প্রথম নায়িকা হিসেবে অভিনয় করেন জয়ললিতা। দক্ষিণী দুনিয়ার নায়িকাদের মধ্যে কার্যত সর্বেসর্বা ছিলেন তিনি। সে সময়কার সমস্ত প্রথম সারির নায়কদের সঙ্গে অভিনয় তো করেছিলেনই, উপরন্তু বলিউডেও ধর্মেন্দ্রর সঙ্গেও একটি ছবিতে দেখা গিয়েছিল জয়ললিতাকে।

যেমন তাড়াতাড়ি যোগ দিয়েছিলেন অভিনয়ে, ততটাই তাড়াতাড়ি ছেড়েও দেন এই জগৎ। মাত্র ৩১ বছর বয়সে অভিনয় ছেড়ে রাজনৈতিক জগতে পা রাখেন জয়ললিতা। রাজনীতি তাঁর ভাগ্য বদলে দেয় সম্পূর্ণ। অভিনয়ের থেকেও রাজনীতি বেশি খ্যাতি এনে দেয় তাঁকে। সেই সঙ্গে সম্পত্তির পরিমাণও বাড়ে চড়চড়িয়ে।

Meet india richest actress of all time

একাধিক সূত্র মারফত জানা যায়, সে সময়ে জয়ললিতার অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল আনুমানিক ৪২ কোটি টাকা। রাজনৈতিক কেরিয়ারের শীর্ষে থাকাকালীন সময়ে একবার আয়কর দফতর হানা দিয়েছিল জয়ললিতার বাসভবনে। উদ্ধার হওয়া সম্পত্তির পরিমাণ কত ছিল জানেন?

জয়ললিতার সংগ্রহে শাড়িই ছিল প্রায় ১০ হাজার ৫০০ টি, ৭৫০ জোড়া জুতো, ৯১ টি ঘড়ির পাশাপাশি সোনা ছিল প্রায় ২৮ কেজি এবং রূপো ছিল ৮০০ কেজি। ২০১৬ সালে আরো একবার তাঁর সম্পত্তির খতিয়ান দেখা হলে জানা যায়, রূপোর পরিমাণ বেড়ে হয়েছিল ১২৫০ কেজি আর সোনা ২১ কেজি।

২০১৬ সালে ৬৮ বছর বয়সে প্রয়াত হন জয়ললিতা। তিনি নিজে দাবি করেছিলেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৮৮ কোটি টাকা। কিন্তু একাধিক রিপোর্ট থেকে জানা যায়, আসলে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল আনুমানিক ৯০০ কোটি টাকা।


Niranjana Nag

সম্পর্কিত খবর