ফুটবল বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার কে? এই প্রশ্ন এলেই সবার প্রথমে নাম আসে পেলে এবং মারাদোনার। একদিকে রয়েছেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জয়ী ফুটবলার কিংবদন্তি পেলে অপরদিকে ছিয়াশির বিশ্বকাপের নায়ক আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা। তবে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পেলের কাছ থেকে কোনো নম্বরই পেলেন না কিংবদন্তি মারাদোনা।
79 বছর বয়সী কিংবদন্তি ফুটবলার পেলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন ‘রাজা একজনই হয়, আর পেলে সবার উপরে।’ সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারের তালিকায় রোনাল্ডো, জিকো, ইয়োহান ক্রুয়েফ, রোনাল্ডিনহো, বেকেনবাওয়ারকে রাখলেও মারাদোনাকে রাখেন নি পেলে।
একই সঙ্গে পেলে জানিয়েছেন বর্তমান যুগের সেরা ফুটবলার হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কিংবদন্তি পেলের মতে আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসির থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো গত দশ বছরে মেসির থেকে অনেক বেশি ধারাবাহিক বলে মনে করেন পেলে।