“২০২৪ সালের নির্বাচনে….”, জুকেরবার্গের মন্তব্যে “বিরাট ভুল”, অবশেষে ক্ষমা চাইল মেটা

বাংলাহান্ট ডেস্ক : ‘ভারত সহ একাধিক দেশে ২০২৪ সালে নির্বাচিত হয়েছে নির্বাচন। সেই নির্বাচনে বিভিন্ন দেশের ক্ষমতাসীন সরকার হারিয়েছে গদি। এমনকি ভারতও তার ব্যতিক্রম নয়,’ জনপ্রিয় পডকাস্টার জো রোগানকে দেওয়া একটি সাক্ষাৎকারে গত ১০ই জানুয়ারি এমনই মন্তব্য করেন মেটা প্রধান মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg)।

মার্ক জুকেরবার্গের (Mark Zuckerberg) অনিচ্ছাকৃত ভুল

মেটা প্রধানের এই বক্তব্য সামনে আসার পর ক্ষোভ উগরে দেয় বিজেপি। আইটি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান তথা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে গত মঙ্গলবার জানান, এমন মন্তব্যের জন্য কমিটি তলব করতে পারে মেটা ইন্ডিয়ার কর্তাদের। যদিও বিজেপির আইটি বিষয়ক সংসদীয় কমিটির প্রধানের হুঁশিয়ারির পর আজ প্রকাশ্যে ক্ষমা চাইল মেটা কর্তৃপক্ষ।

Meta comments for Mark Zuckerberg on 2024 election

ক্ষমা প্রার্থনা করে মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট বলেন, সম্পূর্ণ অনিচ্ছাকৃত ভুল ছিল এটি। একটি বিবৃতি প্রকাশ করে ভারতের মেটা ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল জানিয়েছেন, মার্ক জুকেরবার্গ সাক্ষাৎকারে বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে বহু দেশের ক্ষমতাসীন সরকার পুনর্নির্বাচিত হতে পারেনি, যা সঠিক।

তবে ভারতের (India) ক্ষেত্রে সেটি প্রযোজ্য নয়। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমা চাইছি। ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ মেটার কাছে। ভবিষ্যতে ভারতের সাথে ভালোবাসায় জড়িয়ে থাকতে চাই আমরা। সংসদীয় (Parliamentary Standing Committee) তথ্যপ্রযুক্তি বিষয়ক কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে গতকাল জানান, ভারতের নির্বাচন সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোর অভিযোগে তলব করা হতে পারে মেটা ইন্ডিয়ার কর্তাদের।

Meta comments for Mark Zuckerberg on 2024 election

তিনি বলেন, যদি গণতান্ত্রিক দেশ সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানো হয় তাহলে তার খারাপ ভাবমূর্তি তৈরি হয়। সংসদ ও জনগণের সামনে তাই ক্ষমা চাইতে হবে প্রতিষ্ঠানকে। নিশিকান্ত দুবের প্রচ্ছন্ন হুঁশিয়ারির পর আর দেরি করেনি মেটা কর্তৃপক্ষ। বিবৃতি দিয়ে অনিচ্ছাকৃত ভুলের ঘটনায় ক্ষমা চাওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর