কমলা বিকিনিতে মিয়া, গৃহবন্দি হয়ে পুরোনো ছবি শেয়ার করলেন প্রাক্তন পর্ন তারকা

বাংলাহান্ট ডেস্ক: তিনি নাকি পর্ন ছবির দুনিয়া ছেড়ে দিয়েছেন। বিয়ে-শাদি করে এবার সংসার করতে চান। তাই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছেন নীল ছবির জগৎ থেকে। ঠিক ধরেছেন, মিয়া খলিফার কথাই বলা হচ্ছে। একটা সময় পর্ন দুনিয়ায় দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি। হিজাব পরে অভিনয় করার জন্য আলাদা একটা জনপ্রিয়তা পেয়েছিলেন মিয়া।

miainsta
পড়েনি। বা বলা যায় তিনি পড়তে দেননি। একদিকে যেমন তাঁর বিয়ের খবরে খুশির বন্যা বয়ে গিয়েছিল নেটদুনিয়ায়, তেমনি নীল ছবিতে অভিনয় করা ছেড়ে দিচ্ছেন শুনে মুষড়ে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। বিয়ের প্রস্তুতি নিয়ে কিছু না বললেও ভক্তদের মন ঠিকই বুঝতে পেরেছেন মিয়া। তাই তো মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নিজের নানা ছবি ও ভিডিও। সেগুলো ভাইরালও হয়।

https://www.instagram.com/p/B9-MaAOJDQ1/?igshid=ahp1dyvytbzu

তবে এখন সারা বিশ্বে করোনা হানা দেওয়ায় গৃহবন্দি রয়েছেন মিয়া। তাই ঘরে বসেই পুরোনো ছবি শেয়ার করছেন তিনি। যেমন সম্প্রতি একটি ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন তিনি যেখানে দেখা যাচ্ছে কমলা বিকিনি পরে বসে রয়েছেন মিয়া। বাইরের দুনিয়াটাকে মিস করলেও ঘরের মধ‍্যেও যে তিনি মন্দ নেই তাও জানিয়েছেন মিয়া।

https://www.instagram.com/p/B-GnSbOg2Wp/?igshid=bdvv9a0fpfou

ইতিমধ‍্যেই ৮ লক্ষেরও বেশি লাইক পড়ে গিয়েছে মিয়ার ছবিতে। প্রচুর মানুষ শেয়ারও করেছেন এই ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর