‘কয় বোতল তেল লেগেছে’? মিমির ‘তৈলাক্ত’ শরীর দেখে কটাক্ষ নেটপাড়ায়

বাংলা হান্ট ডেস্ক : বিনোদনপাড়ার মানুষগুলোর শখের শেষ নেই। বিশেষ করে তাদের সাজপোশাকের আতিশয্য দেখে তো সাধারণ মানুষের ভিরমি খাওয়ার জোগাড় হয়। রোজই কেউ না কেউ নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে। কেউ নিত্য নতুন ধরণের সাজপোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করছে তো কেউ আবার মেকআপ নিয়ে। আর এসব করতে গিয়ে ট্রোলিং-রও (Trolling) সম্মুখীন হচ্ছে তারা। যেমন সম্প্রতি মিমি (Mimi Chakraborty) হয়েছেন।

এইদিন নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে বিপাকে পড়েছেন ‘রক্তবীজ’ অভিনেত্রী। গ্লসি লুক করতে চেয়ে শরীরের নানা অংশে হাইলাইটার লাগিয়েছিলেন তিনি। কিন্তু যেমনটা চেয়েছিলেন তেমনটা বোধহয় হয়নি। কারণ, মিমির গ্লসি লুক দেখে নেটিজনদের মনে হয়েছে তিনি বোধহয় গায়ে তেল মেখেছেন।

আসলে হাইলাইটারের ব্যবহার এমনভাবে করা হয়েছে যা দেখে যে কারোরই মনে হবে তিনি বোধহয় গায়ে তেল মেখেছেন। আর এই ‘তৈলাক্ত’ লুক নিয়ে চরম ট্রোলিংয়ের মুখে পড়তে হল তাকে। এক নেটিজন প্রশ্ন করেছেন, “কয় বোতল নারকেল তেল লেগেছে”? অপরজন লিখেছেন, ’যেটা করতে চেয়েছেন সেটা হয়নি। উলটে বিভৎস লাগছে।’ তবে ভালো কমেন্ট যে একেবারেই আসেনি এমনটাও নয়।

আরও পড়ুন : নবমীতেই বিসর্জন! ২৩ অক্টোবরই বন্ধ হচ্ছে জি বাংলার এই মেগা সিরিয়াল, মন খারাপ দর্শকদের

 

উল্লেখ্য, এইদিন মিমির পরনে ছিল গোল্ডেন কালারের শাড়ি। নুসরতের মত তিনিও ব্লাউজ ছাড়াই পোজ দিয়েছেন। গলায় পরেছেন সোনালী অলঙ্কার, দুই হাত ভর্তি লাল চুড়ি, কপালে বড় লাল টিপ। একগাল হাসি আর পিঠ ছাপানো খোলা চুল দিয়ে এই লুকটি কম্প্লিট করেছেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। আপাতত তার এই ফটোশুট নিয়েই চলছে চর্চা।

আরও পড়ুন : টিভির পর্দায় মহাপুরুষদের অপমান! ‘নিম ফুলের মধু’র নয়া প্রোমো দেখে ক্ষুব্ধ দর্শক

 

চলতি বছরের পুজোটা মিমির জন্য বেশ স্পেশাল। কারণ এই বছর পুজোর সময়ই মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘রক্তবীজ’। খাগড়াগড় কাণ্ড এই ছবির মূল উপজীব্য। মিমি ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন আবীর চট্টোপাধ্যায় এবং প্রবাদপ্রতিম অভিনেতা ভিক্টর ব্যানার্জি। ছবিটি পরিচালনা করছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। আপাতত ভক্তরা মুখিয়ে রয়েছেন, কবে এই ছবি মুক্তি পাবে সেটার জন্য।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর