বাংলাহান্ট ডেস্ক : আজকাল শহর বা শহরতলির মানুষজন ট্যাপ ওয়াটারের উপর খুব একটা ভরসা রাখেন না। কলকাতা তো বটেই, এমন অসংখ্য জায়গা রয়েছে যেখানকার মানুষ জল কিনে খান। তাই স্বাভাবিকভাবেই সাম্প্রতিক অতীতে মিনারেল ওয়াটারের (Mineral Water) ব্যবসা বিশেষ প্রসিদ্ধি লাভ করেছে।
মিনারেল ওয়াটারের (Mineral Water) ব্যবসা (Business)
এই অবস্থায় আপনি যদি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। আজকের প্রতিবেদনে আমরা মিনারেল ওয়াটারের ব্যবসা সম্পর্কে আপনাদের জানাতে চলেছি। কথায় আছে জলই জীবন। জল ছাড়া কোনও প্রাণী বা উদ্ভিদের বেঁচে থাকা সম্ভব নয়।
তবে পানীয় জল যদি বিশুদ্ধ না হয় তাহলে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। পরিশ্রুত পানীয় জল পাওয়া দুষ্কর। এই অবস্থায় পান করা ও রান্নার কাজের জন্য অনেক বাড়িতেই জল কেনা হয়। এই পরিস্থিতিতে আপনারা যদি মিনারেল ওয়াটারের ব্যবসা (Business) শুরু করেন তাহলে মাস গেলে মোটা টাকা মুনাফা করতে পারবেন।
আরোও পড়ুন : সাবধান! ট্রেনে মিসিং হয়েছে এই জিনিসটি? চেক করা হবে পুরো ব্যাগ! ভয় ধরানো নিয়ম আনছে রেল
মিনারেল ওয়াটারের ব্যবসা (Business) শুরু করার জন্য বেশ কিছু সরঞ্জামের প্রয়োজন হবে। ওয়াটার পিউরিফায়ার মেশিন, চিলিং মেশিন, বৈদ্যুতিক সংযোগ, পাত্র বা জার, বোতল বা প্যাকেট। ওয়াটার পিউরিফায়ার মেশিনের সাহায্যে জল পরিশ্রুত করে নিতে হবে। তারপর সেই জল বোতলবন্দী করে বা প্যাকেটজাত করে বাজারে বিক্রি করতে হবে।
আরোও পড়ুন : বাঁশের তৈরী মেট্রো স্টেশন! এও কী সম্ভব? এমন অবিশ্বাস্য পরিকল্পনা চলছে ‘এই’খানে
একটি ওয়াটার পিউরিফায়ার মেশিনের দাম পরে এক থেকে দুই লক্ষ টাকা। সব মিলিয়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা প্রয়োজন হবে এই ব্যবসা শুরু করার জন্য। জলের হোম ডেলিভারি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে জল সরবরাহ করতে পারেন। এছাড়াও ছোট বোতলবন্দি জল বিক্রি করতে পারেন বিভিন্ন দোকানে।
মাস গেলে ৫০ থেকে ৬০ হাজার টাকার মুনাফা (Profit) হতে পারে এই ব্যবসা (Business) থেকে। তবে শুধু মিনারেল ওয়াটার তৈরি করলেই তো হবে না, ঠিকমতো বাজারজাতকরণ করাটাও জরুরি। সেক্ষেত্রে আপনারা সাহায্য নিতে পারেন সোশ্যাল মিডিয়ার। এছাড়াও সংবাদপত্রে বিজ্ঞাপন, লিফলেট, পোস্টারের সাহায্যে আপনারা বিজ্ঞাপন করতে পারেন।