মন্ত্রী মনোজের নেতৃত্বে দলীপ ট্রফিতে নামতে চলেছে পূর্বাঞ্চল, ওয়েস্ট জোনের নেতৃত্বে রাহানে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ঘোষিত হলো দেশের বিভিন্ন জোনের দলীপ ট্রফির স্কোয়াড, যার মধ্যে পূর্বাঞ্চলকে নেতৃত্ব দেবেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। মন্ত্রী মনোজের নেতৃত্বে ১৫ সদস্যের ইস্ট জোন স্কোয়াড বৃহস্পতিবার আসন্ন দুলীপ ট্রফি ম্যাচগুলির জন্য ঘোষণা করে দেওয়া হয়েছে। রাঁচিতে অনুষ্ঠিত নির্বাচক কমিটির বৈঠকে চারজন স্ট্যান্ডবাইয়ের ক্রিকেটারের নামও রাখা হয়েছিল। দলে বাংলা থেকে ৭জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। বাকিদের মধ্যে চারজন ঝাড়খণ্ডের, দুজন আসামের এবং ওড়িশা ও ত্রিপুরা থেকে একজন করে দলে জায়গা পেয়েছেন। অভিমন্যু ইশ্বরন এবং মুকেশ কুমার, নিউজিল্যান্ড এ-এর বিপক্ষে ম্যাচের জন্য ভারত এ দলের অংশ এই স্কোয়াডে জায়গা পাননি। অক্টোবরের ৮-২৫ তারিখ অবধি চলবে টুর্নামেন্ট।

পূর্বাঞ্চলের স্কোয়াড:
মনোজ তিওয়ারি (অধিনায়ক), বিরাট সিং (সহ-অধিনায়ক), নাজিম সিদ্দিক, সুদীপ কুমার ঘরামি, শান্তনু মিশ্র, অনুস্তুপ মজুমদার, রিয়ান পরাগ। কুমার কুশাগরা, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, শাহবাজ নাদিম, ঈশান পোড়েল, আকাশ দীপ, মুখতার হুসেন, মণি শঙ্কর মুরাসিংহ
স্ট্যান্ড বাই: অভিজিৎ সাকেত, রাজেশ মোহান্তি, সায়ান শেখর মন্ডল, অনুকূল রায়

মন্দীপ সিংয়ের নেতৃত্বে নর্থ জোনের স্কোয়াড ঘোষিত হয়েছে। সেই দলে আছেন সদ্য অনুর্ধ ১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক যশ ধুলও।

নর্থ জোন স্কোয়াড:
যশ ধুল, ধ্রুব শোরে (সহ-অধিনায়ক), মনন ভোহরা, মনদীপ সিং (অধিনায়ক), হিমাংশু রানা, আকাশ বশিষ্ট, আনমোল মালহোত্রা, মায়াঙ্ক ডাগর, পুলকিত নারাং, নবদীপ সাইনি, সিদ্ধার্থ কৌল, জগজিৎ সিং, নিশান্ত সিন্ধু, কামরান ইকবাল, বিকাশ মিশ্র
স্ট্যান্ডবাই: অমিত রানা, অঙ্কিত কলসি, ফাজিল রশিদ, বালতেজ সিং, রাজ অঙ্গদ, আবদুল সামাদ।

Rahane 1720x900
অজিঙ্কা রাহানে ও কর্ন শর্মার নেতৃত্বে ওয়েস্ট জোন এবং সেন্ট্রাল জোনের স্কোয়াড ঘোষিত হয়েছে।

পশ্চিমাঞ্চল স্কোয়াড:
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), পৃথ্বী শ, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস লিয়ার, হার্দিক তামোর (উইকেটরক্ষক), শামস মুলানি, তনুশ কোটিয়ান, শার্দুল ঠাকুর, রাহুল ত্রিপাঠি, সত্যজিৎ বাছাভ, হেট প্যাটেল, চিন্তন গাজা, জয়দেব উনাদকাট, চিরাগ জানি, অতিত শেঠ

সেন্ট্রাল জোন স্কোয়াড:
করণ শর্মা (অধিনায়ক), শুভম শর্মা (সহ-অধিনায়ক) হিমাংশু মন্ত্রী (উইকেটরক্ষক), যশ দুবে, প্রিয়ম গর্গ, রিংকু সিং, অশোক মেনারিয়া, অক্ষয় ওয়াদকর, গৌরব যাদব, ভেঙ্কটেশ লিয়ার, দীপক ধপোলা, অনিকেত চৌধুরী, কুমার কার্তিকেয়, আদিত্য সারওয়াতে, অঙ্কিত রাজপুত


Reetabrata Deb

সম্পর্কিত খবর