২৭ টি রাজ্যের জন্য ৯৮৭৯.৬১ কোটি টাকার প্রথম কিস্তি জারি করল অর্থ মন্ত্রক, এই রাজ্য নিল না সুবিধা

বাংলাহান্ট ডেস্কঃ অর্থ মন্ত্রক (finance ministry) শনিবার ২৭ টি রাজ্যের জন্য ৯৮৭৯.৬১ কোটি টাকার পুঁজিগত ব্যয় প্যাকেজের মান্যতা দিয়ে দিয়েছে। সেইসঙ্গে এই আর্থিক প্যাকেজের প্রথম কিস্তি স্বরূপ ৪৯৩৯.৮১ কোটি টাকা বরাদ্দ করে দিয়েছে কেন্দ্র সরকার। কিন্তু একটি রাজ্যের সরকার কেন্দ্র সরকারের এই প্যাকেজের সুবিধা নিতে অস্বীকার করে।

কেন্দ্র সরকারের তরফ থেকে এই পুঁজিগত ব্যয় প্যাকেজে ঘোষণা গত ১২ ই অক্টোবরই করা হয়ে গিয়েছিল। সেই ঘোষণা স্বরূপ, শনিবার বরাদ্দ অর্থের প্রথম কিস্তি দেওয়া হল। অর্থ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে করোনা মহামারির কারণে রাজস্ব ঘাটতির সম্মুখীন রাজ্যগুলিকে মূলধন ব্যয়ের জন্য এই সাহায্য করা হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে।

   

original 1

অর্থ মন্ত্রক আরও জানিয়েছেন, ২৭ টি রাজ্যের জন্য ৯৮৭৯.৬১ কোটি টাকার পুঁজিগত ব্যয় প্যাকেজ স্থির করা হয়েছে। এর মধ্যে প্রথম কিস্তি স্বরূপ ৪৯৩৯.৮১ কোটি টাকা বরাদ্দ করাও হয়ে গিয়েছে। কিন্তু একটি মাত্র রাজ্য কেন্দ্রের এই সুবিধা নিতে অস্বীকার করেছে। তামিলনাড়ু (Tamil Nadu) বাদে সবকটি রাজ্য এই সুবিধা নিয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর