দীঘার কাছেই হবে মিসাইল উৎক্ষেপণ! সমুদ্র স্নানের পাশাপাশি সৈকত নগরীতে এবার নয়া পরিকল্পনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে পৃথিবীর মানচিত্রে আরো শক্তিশালী জায়গা দখল করছে ভারত। বিজ্ঞান ক্ষেত্র থেকে শিল্প-বাণিজ্য, দ্রুততার সাথে ভারতের উন্নতি ঘটছে সব ক্ষেত্রেই। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত সৃষ্টি করেছে একের পর এক নতুন মাইল ফলক। বিদেশ থেকে আমদানি করা  কিংবা ভারতের তৈরি নিজস্ব মিসাইল, শত্রুদের ঘুম উড়িয়ে দিতে ভারতের জুড়ি মেলা ভার।

ডিআরডিও (Defence Research and Development Organisation) এবার একটি বড় উদ্যোগ নিল দীঘার জন্য। উড়িষ্যা উপকূলের পর এখন বাংলার উপকূলবর্তী এলাকা নজরে রয়েছে ডিআরডিও-এর। DRDO মিসাইল উৎক্ষেপণের জন্য এতদিন পর্যন্ত ভরসা রাখত উড়িষ্যা উপকূলে। তবে সূত্রের খবর , DRDO এবার মিসাইল উৎক্ষেপণ করতে পারে পূর্ব মেদিনীপুর থেকে।

আরোও পড়ুন : ট্রেনের পাদানি বসলেই শাসাচ্ছে সারমেয়! দায়িত্ব পালন করছে প্ল্যাটফর্মেই, প্রকাশ্যে ভাইরাল ভিডিও

জানা যাচ্ছে খুব শীঘ্রই মিসাইল উৎক্ষেপণ করা হবে পূর্ব মেদিনীপুর থেকে। ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফেব্রুয়ারি মাসে এই কাজ করতে পারে। মিসাইল ছোঁড়া হবে কাঁথির (Contai) জুনপুট (Junput) উপকূলে নির্মিত ঘাঁটি থেকে। এই বিষয়ে জেলাশাসক জানিয়েছেন, রাজ্য সরকারের তরফ থেকে এই ঘাঁটি তৈরি করার জন্য জমি দেওয়া হয়েছে ডিআরডিও-কে।

digha

পরীক্ষামূলকভাবে একটি রকেট ছোঁড়া হবে জুনপুট থেকে। অন্যদিকে, আরও একটি রকেট ছোঁড়া হবে ওড়িশার বালাসোর থেকে। তারপর ইন্টারসেপ্ট হবে দুটির। কেন্দ্রীয় প্রতিরক্ষা এজেন্সি তথা কোস্ট গার্ডের তরফে আইজি ইকবাল সিং চৌহান হলদিয়া যান। সেখানে তিনি বলেন, কোস্টগার্ড পশ্চিমবঙ্গে তৈরি করছে নতুন দুটি র‌্যাডার স্টেশন। জুনপুটে হবে একটি র‌্যাডার স্টেশন।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X