বাংলাহান্ট ডেস্ক : বাসে বা ট্রেনে (Train) সফর করে নামার সময় আমরা অনেকেই নিজেদের জিনিস ভুলে রেখে চলে আসি। বাসে হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার সুযোগ কম হলেও, ট্রেনে কিন্তু আপনি আপনার হারিয়ে যাওয়া জিনিস ফেরত পেতে পারেন। ট্রেনে যাত্রার পর যদি কম্পার্টমেন্টে আপনি আপনার ব্যাগ ভুলে রেখে চলে আসেন, তাহলে কিন্তু সেই হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পাওয়া যেতে পারে।
ট্রেনে (Train) জিনিস হারালে কিভাবে পাবেন?
আরপিএফ বা রেল কর্মচারীদের সজাগ দৃষ্টির ফলে ট্রেনে (Train) হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই বেশি। পূর্ব রেল জানাচ্ছে, শুধু যাত্রীদের নিরাপত্তা প্রদান করাই নয়, যাত্রীদের ব্যাগ ও অন্যান্য জিনিসপত্রের উপর নজর রাখা আরপিএফ সচেষ্ট ভাবে করে থাকে। যাত্রীরা যাতে নিজেদের হারিয়ে যাওয়া ব্যাগ বা জিনিস ফেরত পেতে পারেন সেই জন্য পূর্ব রেল নিয়েছে বিশেষ উদ্যোগ।
ট্রেনে (Train) ফেলে যাওয়া জিনিস বা পণ্য যাত্রীরা যাতে সহজেই ফেরত পান তার জন্য পূর্ব রেলের আরপিএফ গ্রহণ করেছে “অপারেশন আমানত” উদ্যোগ। সম্প্রতি এই উদ্যোগের একটি ইতিবাচক দিক লক্ষ্য করা গেছে। পূর্ব রেলের অধীনস্থ হাওড়া, শিয়ালদহ, আসানসোল, মালদহ ডিভিশন জুড়ে আরপিএফ গত ৩ অক্টোবর অনেক কিছু উদ্ধার করেছে।
আরোও পড়ুন : আপনাকে কি কেউ গোপনে ভালোবাসে! এই ৫ লক্ষণই ফাঁস করবে সিক্রেট
সেই তালিকায় ছিল ২টি মোবাইল ফোন , একটি লেডিজ পার্স , বেশকিছু মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা ভর্তি ৯টি ব্যাগ যার আনুমানিক মূল্য ২,২২,৬০০ টাকা। আরপিএফ এই জিনিসগুলি ফেরত দিয়েছে এগুলির প্রকৃত মালিকদের কাছে। “অপারেশন আমানত” এর অধীনে শুধুমাত্র সেপ্টেম্বর মাস জুড়ে আরপিএফ ও ভারতীয় রেল (Indian Railways) কর্মীরা উদ্ধার করেছেন যাত্রীদের ট্রেনে ফেলে যাওয়া ৩০৫টি লাগেজ বা ব্যাগ।
রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশন থেকে ১৪০ টি, শিয়ালদহ ডিভিশন থেকে ৮৬টি, মালদহ ডিভিশন থেকে ২৩টি, আসানসোল ডিভিশন থেকে ৫৬টি লাগেজ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জিনিসের মোট মূল্য ৩২.৬৯ লক্ষ টাকা। আরপিএফ ও পূর্ব রেলের কর্মীরা ফেলে যাওয়া জিনিসপত্র উদ্ধার করলেই সঙ্গে সঙ্গে তৎপরতার সাথে যোগাযোগ করেন যাত্রীদের সাথে। তারপর যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করে ফেরত দেওয়া হয় সেই জিনিস। পূর্ব রেলের এহেন উদ্যোগে বেশ কিছুটা স্বস্তিতে রেল যাত্রীরা।