বাংলা হান্ট ডেস্কঃ এবার ইডির নজরে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় (Mukul Roy)। সূত্রের খবর, অ্যালকেমিস্ট দুর্নীতি মামলায় (Alchemist Case) মুকুল রায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি (ED)। আগামী ১৯ ফেব্রুয়ারি মুকুলবাবুকে দিল্লির অফিসে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। দিল্লিতে সদর দফতরে মুকুলকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই অ্যালকেমিস্ট দুর্নীতি মামলায় তদন্ত চলছে। এর আগে এই মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অ্যালকেমিস্ট কর্তা ডি সিংহ। শেষ কয়েক মাসে তদন্তে বেশ কিছু তথ্য উঠে এসেছে। সেখান থেকেই সামনে এসেছে মুকুল রায়ের নামও। তাই এবার সরাসরি মুকুলকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি।
অ্যালকেমিস্ট মামলায় মোট ১৯০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। সেই মামলার তদন্তে নেমেই এবার ইডির আতস কাঁচের নীচে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। এদিকে বাবাকে তলব প্রসঙ্গে মুখ খুলেছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়।
ইডির হাজিরা দিতে মুকুলের দিল্লি যাওয়া সম্ভন নয় বলে সাফ জানিয়েছেন শুভ্রাংশু। এই প্রসঙ্গে তিনি বলেন, “বাবার শরীর খারাপ। ঠিক মত হাঁটাচলাই করতে পারেন না। মনেও রাখতে পারেন না। সব কিছু ভুলে যান। ED বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে চাইলে, সম্পূর্ণ সহযোগিতা করব।” (Mukul Roy Summoned)
উল্লেখ্য, অর্থ লগ্নী সংস্থা ‘অ্যালকেমিস্ট ইনফ্রা রিয়ালটি’র বিরুদ্ধে লগ্নিকারীদের কাছ থেকে বেআইনি ভাবে টাকা তোলার অভিযোগে মামলা দায়ের হয়। ২০১৬ সালে মামলা দায়ের করে তদন্ত শুরু করে ইডি। অভিযোগ ছিল, SEBI-র অনুমতি ছাড়াই ওই সংস্থা বিনিয়োগকারীদের কাছ থেকে থেকে ১ হাজার ৯১৬ কোটি টাকা তুলেছে। আগেই এই মামলায় অ্যালকেমিস্ট চিটফান্ডের ২৩৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।
আরও পড়ুন: ২১ ফেব্রুয়ারী কারও অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না রাজ্য! তাহলে কবে মিলবে?
ইডি সূত্রে খবর, গত কয়েক মাসে এই মামলার তদন্ত করতে গিয়ে একাধিকবার মুকুলের নাম উঠে এসেছে। অভিযোগ, তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড থাকাকালীন অ্যালকেমিস্টের থেকে প্রচুর সুবিধাও নিয়েছিলেন মুকুল রায়। তাই এবার সরাসরি বিধায়ককেই জেরা করতে চায় ইডি। নেতার বয়ানও রেকর্ড করা হবে বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর।