“মোদি ভালই ইংরাজি বলতে পারেন কিন্তু বলেন না” মোদির ইংরেজি নিয়ে রসিকতা ট্রাম্পের

বাংলাহান্ট ডেস্ক: জি-৭ সম্মেলন এর মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সংবাদ সম্মেলন করেন।

Modi Trumpjpg

ওই সম্মেলনেই সাংবাদিকরা ইংরেজিতে প্রশ্ন করেন এবং চিরাচরিতভাবে হিন্দিতে উত্তর দেন নমো। এরই মধ্যে এক সাংবাদিক মোদীকে ইংরেজিতে প্রশ্ন করেন। তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদির ইংরেজি রসিকতা করেন। ট্রাম্প বলেন,” উনি ইংরেজি খুবই ভালো বলেন। কিন্তু উনি এখন কথা বলতে চান না।”

এরপরই নরেন্দ্র মোদি ট্রাম্পের হাতে চাপড় মেরে ফেটে পড়েন হাসিতে। প্রসঙ্গত উল্লেখ্য দুই রাষ্ট্রনেতার মধ্যে মধ্যে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

সম্পর্কিত খবর