বাংলা হান্ট ডেস্ক :মহারাষ্ট্রের মহানাটকের জল্পনা যেন শেষ হয়েও হচ্ছে না শেষ। একের পর এক তথ্য, একের পর এক দাবি, একের পর এক বদল যেন মহারাষ্ট্রের সরকার নির্বাচন ঘিরে কেন্দ্রীয় রাজনীতির এক নয়া ইতিহাস রচনা করছে। বিজেপির সঙ্গে ত্রিশ বছরের এনডিএ জোট ভেঙে যাওয়ার পরে এনসিপি ও কংগ্রেসর সঙ্গে বেশ ভআলোই ভাব জমিয়েছে শিবসেনা। তাই তো এখন সকলে একজোট হয়ে বিজেপি বিরোধিতায় নেমেছে। যদিও তল তলে রাজনৈতিকতার ক্ষেত্রে কত কি না হয়। তবে তা এবার যে কতটা সত্য়ি তার প্রমান মিলল।
কয়েকদিন আগে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে নাকি মোদী তাঁর মেয়ে সুপ্রিয়া সুলেকে কেন্দ্রীয় মন্ত্রী করার টোপ দিয়েছিলেন। এবার তেমনই এক বিস্ফোরক দাবি প্রকাশ্য়ে আনলেন শরদ পাওয়ার। যদিও বিজেপির সঙ্গে জোট বাঁধার শর্ত ছিল। কিন্তু তা আর গোপন থাকল না , সোমবার মহারাষ্ট্রের স্ট্রং ম্যান শরদ আবার মোদীর সেই প্রস্তাব এ বার জনসমক্ষে আনলেন আর সেই মন্তব্যকে ঘিরে কার্যত দেশ জুড়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
চলতি বছরের নভেম্বর মাসে রাজ্যসভার আড়াইশোতম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শরদ পাওয়ারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন প্রধানমন্ত্রী, তখনই এনসিপির সঙ্গে বিজেপির জোট বাঁধা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল, যদিও তার কিছুদিনের মধ্যেই শরদ পাওয়ার এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট বাঁধে।
ব্যস তার পরেই যাবতীয় জল্পনার অবসান হয় কিন্তু ঠিক শরদ পাওয়ারের জোট বাঁধার পর দিনই বিজেপির তরফ থেকে দেবেন্দ্র প্রণবেশ অজিত পাওয়ারের সঙ্গে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। যদিও সেই মুখ্যমন্ত্রী 3 দিনের জন্যই ছিলেন তবে সরকার গঠনের জন্য যে প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন তার উদ্দেশ্য বুঝতে বাকি ছিল না শরদ পাওয়ারের
তাই তো এ প্রসঙ্গে বলতে গিয়ে জানান শিব সেনাকে প্রতিহত করতেই নাকি বিজেপি তাঁর সঙ্গে জোট বাঁধার প্রস্তাব দিয়েছিলেন যদিও তা কোনও ভাবেই সম্ভব নয় বলে জানান ছিলেন তিনি। তবে শুধুমাত্র সুপ্রিয়া সুলে কে কেন্দ্রীয় মন্ত্রী করার প্রস্তাব নয় শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি করার প্রস্তাব রাখা হয়েছিল মোদীর তরফে, যদিও এই প্রশ্নের কোনও জবাব দেননি শরদ পাওয়ার।