কুয়ালালামপুরে আটকে থাকা ৪০৫ জন ভারতীয়কে সুরক্ষিত ফিরিয়ে আনল মোদী সরকার

বাংলাহান্ট ডেস্কঃ মারণ রোগ করোনা ভাইরাস (COVID-19) সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ছে। এখনও অবধি গোটা বিশ্বে এই রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ২৪৫৬৪৮ এবং মৃতের সংখ্যা প্রায় ১০০৪৮। ভারতেও (India) এই রোগে প্রায় ২০০ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে প্রাণ হারিয়েছেন এখনও অবধি ৪ জন। মোদী সরকারের তরফ থেকে এই রোগের মোকাবিলা করার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে। করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ভারতের এই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে সব দেশই ভারতের প্রশংসা করছে।

flight

সরকারী তরফ থেকে ভাইরাস প্রতিরোধের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সম্প্রতি কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে পড়া ৪০০ ভারতীয়কে সুরক্ষিত ভাবে ফিরিয়ে এনে আবারও নাগরিকের প্রতি দায়িত্ব প্রমাণ করে দিয়েছে। ৪০৫ জন যাত্রীকে নিয়ে এয়ার এশিয়ার দুই বিমান দিল্লী এবং বিশাখাপত্তনম পৌঁছানোর খবর, মালেয়শিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত ভারতের আধিকারিকের থেকে জানা গেছে। ভারতের নাগরিকদের সুরক্ষিত ভাবে ফিরিয়ে আনার জন্য দিল্লী এবং বিশাখাপত্তনমে এই বিমান পাঠানোর নির্দেশ দেয় ভারত সরকার। এই প্রসঙ্গে দেশের হাই  কমিশন ট্যুইট করে বলেন যে, ‘আটকে পড়া ৪০৫ জন ভারতীয়কে কুয়ালালামপুর থেকে দিল্লী এবং বিশাখাপত্তনম নিয়ে আসার জন্য এয়ার এশিয়ার অনেক ধন্যবাদ’।

সূত্রের খবর, ফ্লাইট নাম্বার D৭১৮২ স্থানীয় সময় ৭ টা বেজে ২৫ মিনিটে দিল্লীর উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করে। আবার AK8082 কুয়ালালামপুর থেকে সন্ধ্যে ৫টা বেজে ৫ মিনিটে বিশাখাপত্তনমের উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করে। ১৮৫ জন যাত্রী নিয়ে AK8082 বিমান সন্ধ্যে ৬ টা বেজে ৪০ মিনিটে বিশাখাপত্তনম বিমান বন্দরে এসে উপস্থিত হয়। অন্যদিকে দিল্লী বিমানবন্দরে রাত ১০ টা বেজে ৩০ মিনিটে ২২০ জন যাত্রী নিয়ে D৭১৮২ বিমান পৌছায়।

flight 2

একদিকে ভারত তুর্কি, ব্রিটেন এবং ইউরোপে যাত্রী পরিষেবা আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এবং অপরদিকে আফগানিস্তান, ফিলিপিন্স এবং মালেয়শিয়া থেকে আগত রাস্তাও বন্ধ করে দিয়েছে। এর আগেও ভারত সরকার চীন, ইরান এবং ইটালি থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধার করে এনেছিল।

Smita Hari

সম্পর্কিত খবর