পেনশন আইনে বড়সড় বদল করতে চলেছে মোদী সরকার

বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকারের অধীনস্থ পেনশনভোগীদের জন্য এবার সুখবর৷ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ বার পেনশন খাতেও বড়সড় বদল আনতে চলেছে মোদী সরকার৷ তাই এ বার পেনশন বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ চলতি বছরের অক্টোবর মাস থেকেই সর্বনিম্ন পেনশন ভোগীদের 30শতাংশ থেকে বাড়িয়ে 50 শতাংশ পেনশন করা হচ্ছে৷ সূত্রের খবর এ বার থেকে কেন্দ্রীয় সরকারের অধীনে সাত বছর কাজ করলে আর ত্রিশ শতাংশ নয় পেনশন পাওয়া যাবে পঞ্চাশ শতাংশ৷Pension big

আগে যেখানে দশ বছর একজন কর্মচারী কাজ করলে তবেই তিনি 50 শতাংশ পেনশনের অধিকারী হতে পারতেন কিন্তু এ বার সকলের সুবিধার্থে পেনশন প্রকল্পেও বদল আনছে কেন্দ্রীয় সরকার৷ এর মাধ্যমে টানা সাত বছর কাজ করার পর যদি কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারি মারা যান শেষে তাঁর পরিবারের সদস্যরা 50 শতাংশ পেনশন পাবেন৷

উল্লেখ্য, পুজোর মরসুমেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর শুনিয়েছেন অর্থমন্ত্রক৷ সরকারি কর্মচারীদের দাবিকে মান্যতা দিয়ে বেতন কমিশন কার্যকর করেই বেতন কমিশনের হারে বেতন বৃদ্ধি করা হবে বলে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে৷ তার উপরে আবার পেনশনভোগীদের পেনশন বৃদ্ধি করা হল৷


সম্পর্কিত খবর