অর্থনীতির হাল ফেরাতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে নরেন্দ্র মোদি

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে এই মুহুর্তে ধুঁকছে গোটা বিশ্বের অর্থনীতি (economy) । অর্থনৈতিক সংকট আমাদের ভারতেও (india)। আনলকডাউনের প্রথম পর্বেই তাই নরেন্দ্র মোদি (narendra modi) ভার্চুয়াল বৈঠকে বসছেন অস্ট্রেলিয়ার (Australia) প্রধানমন্ত্রী স্কট মরিসনের (scott Morrison) সাথে।

modi ol j

জানা গিয়েছে, বাণিজ্য ও প্রতিরক্ষা দুই বিষয়ে বেশ কিছু প্রস্তাব নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। দুটি দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোই এই বৈঠকের মূল উদ্দেশ্য। আজ প্রতিরক্ষা ক্ষেত্রে কয়েকটি চুক্তি অন্তিম পর্যায়ে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই প্রথম ভার্চুয়াল কোনো বৈঠকে অন্য দেশের প্রধানমন্ত্রীর সাথে বসতে চলেছেন মোদি। করোনা আবহে অর্থনৈতিক সংকট কাটাতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, গত ১৮ মাসে এটি মরিসন -মোদির পঞ্চম বৈঠক।

মোদি মরিসন ভার্চুয়াল সামিটের উদ্দেশ্য সম্পর্কে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে সম্পর্কের ভিত আরও মজবুর করে তোলার সুযোগ মিলবে এই ভার্চুয়াল সামিটে। করোনা পরিস্থিতি নিয়েও দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনা হবে।

সম্পর্কিত খবর