কংগ্রেস বিজেপি অন্তর্দ্বন্দ্বের জের ! গাঁধী পরিবারের সমস্ত সুরক্ষা প্রত্যাহার করে নিল মোদী সরকার

বাংলা হান্ট ডেস্ক :সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রাক পর্ব থেকে বিভিন্ন জায়গায় মঞ্চ করে কংগ্রেস নেতা রাহুল গাঁধী বার বার মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন৷ শুধু তাই নয় চৌকিদার চোর এমনও মন্তব্য করেছিলেন রাহুল গাঁধী, তাই শাসক বিরোধী তরজায় জেরে এ বার গাঁধী পরিবারের বিশেষ সুরক্ষা তুলে নিল কেন্দ্র৷india gandhi fcebd72a 2901 11e9 b115 35431bcc9744

তাই এখন থেকে আর স্পেশাল প্রোটেকশন গ্রুপ কভারের অধীনে থাকছে না গাঁধী পরিবার৷ একই সঙ্গে গাঁধী পরিবারের সনিয়া গাঁধী রাহুল গাঁধী এবং প্রিয়ঙ্কা গাঁধীর নিরাপত্তা কমিয়ে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে৷ তবে এত দিন অবধি এসপিজি কভারের থাকলেও বিভিন্ন পর্যায়ে হুমকি তথ্যকে পর্যালোচনা করে তা তুলে নেওয়া হয়েছে৷

কারণ সম্প্রতি গাঁধী পরিবারকে এ রকম কোনও হুমকি দেওয়া হয়নি বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে৷তবে শুধুমাত্র গাঁধী পরিবারের সদস্যদেরই নয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নিরাপত্তা কমিয়ে জেড ক্যাটাগরি করা হয়েছে৷ সে ক্ষেত্রে এবার গান্ধী পরিবারের সদস্যদের নিরাপত্তায় থাকবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কম্যান্ডোরা৷

অর্থাত্ উচ্চপদস্থ সশস্ত্র বাহিনীর নিরাপত্তা থেকে আপাতত বঞ্চিত হলে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর পরিবার৷ যদিও ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর থেকে এসপিজি চালু করা হয়েছিল৷


সম্পর্কিত খবর