5G পরিষেবার জন্য কত টাকা খরচ করতে হবে আপনাকে? জানিয়ে দিলেন খোদ প্রধানমন্ত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শনিবার অর্থাৎ পয়লা অক্টোবর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রগতি ময়দানে আনুষ্ঠানিক ভাবে ভারতে অফিসিয়ালি লঞ্চ করলেন 5G ইন্টারনেট পরিষেবা। ফলে ভারতের 130 কোটি জনগণ এবারের দুর্গাপুজোয় টেলিকম কোম্পানিগুলির পক্ষ থেকে পেল পুজোর সেরা উপহার। কোটি কোটি গ্রাহক এবার দ্রুত 5G ইন্টারনেটের সুবিধা পাবে দেশজুড়ে। প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী তার বক্তৃতার মাধ্যমে এই কথাই জানালেন জনগণকে।

শনিবার প্রগতি ময়দানে এই অনুষ্ঠান ছিল ইন্ডিয়ান মোবাইল কংগ্রেসের ষষ্ঠ অধিবেশন। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন তিনি । তারপর তার বক্তৃতায় তিনি বলেন ” নতুন যুগে অগ্রগতির পথে ভারত আরো একধাপ এগিয়ে গেল । আরো অনেক সুযোগ পাবেন দেশবাসী।”

প্রসঙ্গত ফাইভ জি প্রযুক্তি ভারতের মোবাইল ব্যবহারকারীদের দুর্দান্ত হাইস্পিড ইন্টারনেট এবং নির্ভরযোগ্য যোগাযোগ প্রদানের প্রতিশ্রুতি দেয়। দেশের সবচেয়ে বড় দুটি টেলিকম পরিষেবা সরবরাহকারী সংস্থা রিলায়েন্স জিও এবং airtel ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা এই বছরেই গ্রাহকদের জন্য শুরু করবেন ফাইভ জি পরিষেবা।

এই ফাইভ জি পরিষেবার মাধ্যমে তেমন মোবাইলের নেটওয়ার্ক ক্ষমতা হবে উচ্চগতিসম্পন্ন, ঠিক তেমনই ফাইল ট্রান্সমিশনের কাজটিকেও এই ফাইভজি সহজতর করতে পারে। 4G তুলনায় প্রায় দশগুন দ্রুত কাজ করবে 5G।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X