বিরাট এখন অতীত! নিঃশব্দে কোহলির রেকর্ড ছিনিয়ে নিলেন রিজওয়ান, গড়লেন ইতিহাস

বাংলা হান্ট ডেস্ক : একাধিক রেকর্ডের সাক্ষী হয়ে রইল ২০২৪। কেউ নিজের রেকর্ড ভেঙেই নয়া রেকর্ড গড়েছে তো কেউ আবার গড়েছে নয়া নজির। এই যেমন এবার নিঃশব্দে বিরাট কোহলির (Virat Kohli) এক রেকর্ড ভেঙে দিলেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। একই সাথে ভাঙলেন পাক অধিনায়ক বাবর আজমের (Babar Azam) রেকর্ডও। এতদিন একযোগে এই রেকর্ডের অধিকারী ছিলেন বিরাট এবং বাবর আজম। এবার সেই রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়লেন রিজওয়ান।

উল্লেখ্য যে, গত শনিবার রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে ৩৪ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন রিজওয়ান। তার দাপটেই ম্যাচ জিতে নিল দল। ব্যক্তিগত অর্ধশতরান হাতছাড়া হলেও বিরাট এবং বাবরের রেকর্ড ছাড়িয়ে গেলেন তিনি। আন্তর্জাতিক T২০ ক্রিকেটে তৈরি করলেন নয়া মাইলস্টোন।

উল্লেখ্য যে, এই মুহূর্তে ৯২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের মধ্যে ৭৯টি ইনিংসে ব্যাট করেছেন রিজওয়ান। এবং এই সমস্ত ম্যাচের শেষে রিজওয়ানের সংগ্রহ ৩০২৬ রান। যার মধ্যে রয়েছে ১টি সেঞ্চুরি ও ২৬টি হাফ সেঞ্চুরি। সেই সাথে তিনি গড়েছেন বিশ্বরেকর্ড। কারণ, এতদিন আগে অবধি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিশ্বের দ্রুততম ব্যাটারের খেতাব ছিল কোহলি এবং বাবর আজমের দখলে। এই দুই তারকাই ৩০০০ রান পূর্ণ করতে ৮১টি ম্যাচ খেলেছিলেন।

আরও পড়ুন : RCB-র সাথে ম্যাচের আগে খারাপ খবর, মহা ফাঁপরে শ্রেয়াস ব্রিগেড! বড় ধাক্কা খেল KKR

উল্লেখ্য যে, গত ২০২১ সালে ১৪ মার্চ আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে ৩০০০ রানের গণ্ডি ছাড়িয়ে যান কোহলি। আহমেদাবাদের এই ম্যাচে মোট ৫টি চার এবং ৩টি ছক্কা সহ ৪৯ বলে ৭৩ রান করে অপরাজিত ছিলেন কোহলি। এখানে বলে রাখা ভালো, আন্তর্জাতিক টি-২০ তে ১১৭টি ম্যাচের মধ্যে ১০৯টিতে ব্যাট করেছেন বিরাট। ১টি সেঞ্চুরি ও ৩৭টি হাফ সেঞ্চুরি সহ তার সংগ্রহে রয়েছে ৪০৩৭ রান।

আরও পড়ুন : KKR বনাম RCB-র ম্যাচে X factor এই ৬ প্লেয়ার! সাবধান থাকতে হবে কোহলি, শ্রেয়সদের

rizwan kohli 1707493205740 1707493211321

যেখানে বাবর আজম এই রেকর্ড গড়েছিলেন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর। লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে ৩০০০ রানের গণ্ডি টপকে গেছিলেন তিনি। সেই ম্যাচে তার ব্যাট থেকে ৭টি চার ও ৩টি ছক্কা বেরিয়ে এসেছিল। মাত্র ৫৯ বলে ৮৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তার রেকর্ড ঘাঁটলে দেখা যায়, ১১১টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ১০৪টি ইনিংসে তার সংগ্রহে রয়েছে ৩৭১২ রান। সংগ্রহে রয়েছে ৩টি শতরান ও ৩৩টি অর্ধশতরান।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর