বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচের কথা নিশ্চয়ই কেউ ভুলে যাননি। কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে পাকিস্তানের সামনে জয়ের জন্য ৩৪৪ রানের লক্ষ্য রেখেছিল শ্রীলঙ্কা। দ্রুত উইকেট হারালেও তরুণ আবদুল্লা শফিককে নিয়ে অসাধারণ এবং অভাবনীয় ইনিংস খেলে ইতিহাস গড়ে পাকিস্তানকে (Pakistan Cricket Team) জয় এনে দিয়েছিলেন মহম্মদ রিজওয়ান (Md Rizwan)।
ইনিংসের মাঝপথে পায়ের ব্যথায় কাতরাচ্ছিলেন। তবে তার মাঝেই ওয়ানডে ফরম্যাটে নিজের সর্বোচ্চ রানের ইনিংস খেলে দলকে রেকর্ড জয় এনে দিয়ে ম্যাচ সেরা হলেন রিজওয়ান। বিশ্বকাপে যেন উড়ছেন পাকিস্তানের এই উইকেটকিপার ব্যাটার। নেদারল্যান্ডসের বিপক্ষে অর্ধশতক করার পর গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে হাঁকিয়েছেন ওয়ান ডে কেরিয়ারের তৃতীয় ও সেরা সেঞ্চুরি।
ম্যাচ শেষে রিজওয়ান তার ওই শতরানটি প্যালেস্টাইন-ইজরায়েল যুদ্ধে গাজার হতাহতদের উৎসর্গ করেছেন। ম্যাচ শেষে রিজওয়ান টুইট করেছেন, ‘এই সেঞ্চুরিটা গাজায় হতাহত আমাদের ভাই-বোনদের জন্য।’ যদিও তার এই বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে।
তবে এরপরে জয়ের মূল কৃতিত্ব নিজের সতীর্থ আবদুল্লা এবং ফাস্ট বোলার হাসান আলীকে দিয়েছেন রিজওয়ান। জানিয়েছেন তারাই তার কাজটা সহজ করে তুলেছিল। সেই সঙ্গে সারাক্ষণ সমর্থন জানানোর জন্য হায়দ্রাবাদের দর্শকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: পাকিস্তানের দলে ছক্কার অভাব! ভারতের বিরুদ্ধে নামার আগে দুশ্চিন্তায় বাবর
এর পরের ম্যাচে তারা মুখোমুখি হবে ভারতীয় দলের। দুই ফর্মে থাকা দল যখন একে অপরের মুখোমুখি হবে তখন তার মত ক্রিকেটারদের গুরুত্ব অনেকটা বেড়ে যাবে ম্যাচে তফাৎ গড়ে দেওয়ার জন্য।