দশেরায় শুভেচ্ছা জানানোর জের, মৌলবাদীদের আক্রমণের শিকার মহম্মদ শামি

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দশেরার শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছিলেন ভারতের অভিজ্ঞ ও তারকা পেসার শামি। ছবিতে দেখা যাচ্ছে যে রাম হাতে তীর-ধনুক নিয়ে রাবণের প্রতি তীর নিক্ষেপ করার নিশানা করছেন। কিন্তু মহম্মদ শামির এই পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় তাকে তীব্র আক্রমণের মুখে পড়তে হয়।

অথচ শামি পোস্টে এমন কিছু লেখেননি বা উল্লেখ করেননি যার জন্য তাকে এরকম আক্রমণের সামনে পড়তে হতো। তিনি শুধু পোস্টটি করে লিখেছিলেন, “দশেরার দিন প্রার্থনা করব প্রোগ্রাম যেন আপনাদের জীবনে আনন্দ সম্মৃদ্ধি এবং সাফল্য ভরিয়ে তোলে শুভেচ্ছা সকলকে।”

শামি পোস্ট করা মাত্র তার ঐ পোস্টটি ভাইরাল হয় এবং মৌলবাদীরা তাকে কাঠগড়ায় তুলতে শুরু করেন। একজন মুসলমান হয়ে কেন তিনি হিন্দুদের উৎসবের শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন সেই নিয়ে কট্টরপন্থীরা তাকে আক্রমণ করে। এমনিতেই সদ্য করোনার কারণে ভারতের টি-টোয়েন্টি দলে ফেরার সুযোগ হারিয়েছিলেন এই তারকা পেসার। তিনি বিশ্বকাপের দলে জায়গা পাবেন কিনা তা নিয়েও এখনো বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। তার মধ্যে এই ঘটনা, বলাই যায় যে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না তারকা পেসারের।

কিছুদিন আগে ঠিক এমন ঘটনা ঘটেছিল বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের সঙ্গে। তিনি মহালয়া উপলক্ষে তার ভক্তদের শুভেচ্ছা জানানোর তাকে কট্টরপন্থী মৌলবাদীরা আক্রমণ করেছিল সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে যে তথাকথিত ধর্মের রক্ষাকর্তা বা ধ্বজা ধারীরা কোন দেশ ধর্ম জাত কিছুই জানেন না।

তবে সেই সময়ে লিটনের মতোই এবারও শামি অগুণিত ভক্তদের নিজের পাশে পেয়েছেন। তারা স্বামীর পাশে দাঁড়িয়ে তাকে পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন এটাই ভারতবর্ষ যেখানে সব ধর্ম একসাথে অবস্থান করতে পারে। এটাই গর্বের ভারত।

সম্পর্কিত খবর

X