জ্বলল সইফের পোস্টার, তলোয়ার নিয়ে ‘তাণ্ডব’ টিমের বিরুদ্ধে লড়ার বার্তা মোহান্ত পরমহংস দাসের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ওয়েব সিরিজ (web series) ‘তাণ্ডব’ (tandav) ও সইফ আলি খানের (saif ali khan) বিরুদ্ধে বিক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে। হিন্দু দেবদেবীদের অবমাননা করার অভিযোগে ইতিমধ‍্যেই ওয়েব সিরিজের নির্মাতা ও কলকুশলীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। এবার সইফের বিরুদ্ধে ফুঁসে উঠলেন মোহান্ত পরমহংস দাস।

অভিনেতার পোস্টার জ্বালিয়ে তিনি অভিযোগ করেন, আর কতদিন পর্যন্ত হিন্দুদের ধর্মীয় ভাবাবেগ নিয়ে কাটাছেঁড়া করা হবে। তাঁর সাফ বক্তব‍্য, এসব এবার বন্ধ হওয়া দরকার। যদি তাণ্ডব ওয়েব সিরিজের টিম শাস্তি ভোগ না করে তবে সন্ত সমাজের সদস‍্যরা নিজেরাই তলোয়ার নিয়ে তাঁদের মুখোমুখি হবে।


এর আগে উত্তর প্রদেশের উপ মুখ‍্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য অভিযোগ করেন, তাণ্ডব ওয়েব সিরিজ সামাজিক ঐক‍্য নষ্ট করে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এর জন‍্য ওয়েব সিরিজের টিমের কঠোর শাস্তি প্রাপ‍্য।

প্রসঙ্গত, আজ, বুধবারই উত্তর প্রদেশ থেকে মুম্বই এসে পৌঁছেছে উত্তর প্রদেশ পুলিস। যোগীর মুখপাত্রের তরফে আগে থেকেই মহারাষ্ট্রের উদ্ধব সরকারকে সতর্ক করা হয়েছিল পুলিসের কাজে বাধা সৃষ্টি না করার জন‍্য। এবার তার উত্তর দিলেন শিবসেনার মুখপাত্র তথা মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।


তিনি সাফ জানিয়ে দিলেন, লখনউ পুলিসের তরফে তাঁদের সবকিছু জানানো হয়েছে। তাণ্ডব ওয়েব সিরিজের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয়েছে সে বিষয়েও তাঁরা জানেন। উপযুক্ত ব‍্যবস্থাও খুব শীঘ্রই নেওয়া হবে বলে জানান অনিল দেশমুখ। পাশাপাশি ওয়েব সিরিজের কাহিনি ও OTT প্ল‍্যাটফর্মের বিষয়ে যাতে নির্দিষ্ট নির্দেশিকা জারি হয় সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখেন অনিল দেশমুখ।

গতকালই যোগীর মুখপাত্র শলভ মণি ত্রিপাঠি টুইট করে লেখেন, ‘উত্তর প্রদেশ পুলিস মুম্বই রওনা হয়ে গিয়েছে। FIR এ কঠোর শাস্তির ধারা বলবৎ হয়েছে। তৈরি থাকুন, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার ফল তো ভোগ করতেই হবে।’ টুইটে আলি আব্বাস জাফর, হিমাংশু মেহরা ও গৌরব সোলাঙ্কি ও সইফ আলি খানকে ট‍্যাগ করেন তিনি। মহারাষ্ট্র মুখ‍্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ট‍্যাগ করেও সতর্ক করা হয় কোনো বাধা সৃষ্টি না করতে।

সম্পর্কিত খবর

X