রানিমার আসন টলমল, রাসমণিকে টপকে ফের সেরা টিআরপির খেতাব জয় মোহরের

বাংলাহান্ট ডেস্ক:  বাংলা টেলিভিশন ধারাবাহিকগুলির (serial) মধ্যে টক্কর চিরদিনের। কে কার থেকে টিআরপির (trp) দিক দিয়ে কতটা এগিয়ে থাকবে সেই নিয়ে দ্বন্দ্ব লেগেই রয়েছে। কোন চ্যানেল অন্যান্যদের থেকে টিআরপির দিক থেকে এগিয়ে সেটা জানার জন্য দর্শকরাও উন্মুখ হয়ে থাকেন। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপি রেটিংয়ে সেরা ধারাবাহিকগুলির নাম প্রকাশ হয়েছে।

জি বাংলার করুণাময়ী রানি রাসমণিকে টপকে ফের একবার সেরার আসন দখল করে বসেছে স্টার জলসার তুমুল জনপ্রিয় সিরিয়াল মোহর। রেটিং পেরিয়েছে ১০ এর গন্ডি। ১০.৭ পেয়ে তালিকার এক্কেবারে শীর্ষে রয়েছে মোহর।

untitled 12
অপরদিকে পরপর তিন বার প্রথম স্থানে থাকার পর এই সপ্তাহে রানিমার আসন একটু টলেছে। প্রথম স্থান থেকে নেমে তিনি এসেছেন দ্বিতীয় স্থানে। রেটিং অবশ‍্য মোহরের থেকে একটু খানি কম, ১০.৫। রানির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে স্টার জলসার আরেক কড়া প্রতিদ্বন্দ্বী খড়কুটো। তার ঝুলিতে রয়েছে ১০.৪ পয়েন্ট। ৯.৭ পেয়ে চতুর্থ স্থান ভাগ করে নিয়েছে কৃষ্ণকলি ও সাঁঝের বাতি।

এই সপ্তাহে মোহরে আসতে চলেছে বড় চমক। দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে ‘মোহদীপ’ এর বিয়ে দেখাতে চলেছে এই সিরিয়ালে। নায়ক শঙ্খ ফের সুস্থ হয়ে ফিরে এসেছেন সিরিয়ালে। স্বাভাবিক ভাবেই টিআরপি যে বাড়বেই তা তো বলা বাহুল‍্য।

এর আগে পরপর তিন সপ্তাহ জুড়ে টিআরপি তালিকার শীর্ষেই ছিল রানি রাসমণি। কালিপুজোর সপ্তাহতেও দৃশ‍্যটা একই রকম ছিল। তবে মোহর ও খড়কুটোকেও ভুলে গেলে চলবে না। স্টার জলসার এই অপেক্ষাকৃত নতুন সিরিয়াল দুটি শুরু থেকেই জোর টক্কর দিয়ে আসছে অন‍্যান‍্য সিরিয়ালগুলিকে। তালিকায় রাসমণির ঠিক পরেই ছিল মোহর ও খড়কুটো।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর