‘লক্ষ্মী কাকিমা’কে এঁটে উঠতে স্টার জলসায় বড় বদল, স্লট খোয়াচ্ছে ‘মন ফাগুন’!

বাংলাহান্ট ডেস্ক: নতুন সিরিয়াল (Bengali Serial) আসা মানেই পুরনো সিরিয়ালগুলির মাথায় ঝোলে বিপদের খাঁড়া। কখন কোন সিরিয়ালের ছুটির ঘন্টা বেজে যাবে তা কেউই ধরতে পারে না। এই যেমন স্টার জলসায় এক নতুন সিরিয়াল আসছে, ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi)। আর তার জেরেই অনিশ্চিত হয়ে পড়েছে ‘মন ফাগুন’ (Mon Fagun) এর ভবিষ‍্যৎ।

স্টার জলসার অন‍্যতম জনপ্রিয় সিরিয়াল ‘মন ফাগুন’। এক বছরও হয়নি শুরু হয়েছে এই সিরিয়াল। ঋষিরাজ হিসাবে কামব‍্যাক করেছেন শন বন্দ‍্যোপাধ‍্যায়। বিপরীতে পিহু চরিত্রে নবাগতা সৃজলা গুহ। ঋষি পিহুর জুটি প্রথম থেকেই সুপারহিট ছিল। টিআরপি কমেছে বেড়েছে ঠিকই, কিন্তু সেরা দশের টিআরপি তালিকা থেকে কখনোই বাদ পড়তে হয়নি মন ফাগুনকে।

1100823 h 7cc1c51945cc
তবে এখন সাড়ে আটটার স্লটে আর স্লট লিডার হতে পারছে না মন ফাগুন। তাগড়া প্রতিপক্ষ জি বাংলার ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’কে এঁটেই উঠতে পারছে না ঋষি পিহুর জুটি। তাই সম্ভবত স্লট বদলের পরিকল্পনা। শোনা যাচ্ছে, মন ফাগুনকে সাড়ে আটটার স্লট থেকে সরিয়ে রাত দশটায় পাঠানো হবে। আর মন ফাগুনের জায়গায় আসবে নতুন সিরিয়াল সাহেবের চিঠি।

না, এ বিষয়ে চ‍্যানেলের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষনা করা হয়নি মন ফাগুনের স্লট বদল নিয়ে। তবে খবর বলছে, আগামী ৬ জুন থেকে স্টার জলসায় শুরু হচ্ছে সাহেবের চিঠি। আর সেদিন থেকেই বদলে যাবে মন ফাগুনের সম্প্রচারের সময়।

প্রসঙ্গত, এই প্রথম সাহেবের চিঠিতে জুটি বাঁধতে দেখা যাবে দেবচন্দ্রিমা সিংহ রায় এবং প্রতীক সেনকে। দেবচন্দ্রিমা একজন পোস্ট ওম‍্যান, নাম চিঠি। আধুনিকতার সঙ্গে পাল্লা দিয়ে মোবাইল, গ‍্যাজেটস নয়। চিঠিতেই মনের কথা জানানোর পক্ষপাতী সে। সাইকেলে ঘুরে ঘুরে চিঠি বিলি করে ‘চিঠি’। অন‍্যদিকে প্রতীক ওরফে সাহেব মুখোপাধ‍্যায় হলেন এক তারকা। একাধারে তিনি গায়ক, অভিনেতা এবং ফুটবলার।

IMG 20220516 012211 1
তবে সবই ‘ছিলেন’। এখন লোকচক্ষুর আড়ালেই রেখেছেন নিজেকে। একটি পা নেই সাহেবের। তা নিয়েও কিছুটা হীনন্মন‍্যতা রয়েছে, সেই সঙ্গে তিরিক্ষি মেজাদ। এই সাহেবেরই এক ভক্তের শেষ চিঠি পৌঁছে দিতে আসে চিঠি। বাইরে তখন তারকাকে একবার দেখার জন‍্য অনুরাগীদের ভিড়।

চিঠি জেদ করে সাহেবকে একবার হলেও ভক্তদের সঙ্গে দেখা করতে হবে। কিন্তু সাহেব আড়াল ছেড়ে বেরোতে রাজি নয়। দুজনের এই বিবাদের মাঝেই চিঠি দেখতে পায় সাহেবের এক পা নেই। তার চোখ দিয়ে গড়িয়ে পড়ে জল। সাহেবের হাত ধরে সে বলে, যে মানুষগুলো তাকে এত ভালবাসে তাদের জন‍্য উঠে দাঁড়াতেই হবে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর