বাংলাহান্ট ডেস্ক: কিডন্যাপিং বা অপহরণের (kidnap) ঘটনার সঙ্গে আমরা সবাই পরিচিত। বিশেষ করে ছোট বাচ্চাদের অপহরণের খবর মাঝে মাঝেই উঠে আসে সংবাদ শিরোনামে। শুধুমাত্র বাস্তব জীবনে নয়, গল্প, উপন্যাসেও বহুবার উঠে এসেছে অপহরণ বা শিশু চুরির (child kidnapping) ঘটনা।
কিন্তু এমন অদ্ভূত অপহরণের ঘটনা কখনও শুনেছেন যেখানে বাঁদর (monkey) শিশু চুরি করছে? শুনতে একদমই অবাস্তব মনে হলেও আসলেই ঘটেছে এমন ঘটনা যার ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে রাস্তায় একটি বেঞ্চে বসে গল্প করছে কয়েকজন সমবয়সী শিশু। হঠাৎ করেই দেখা যায় দূর থেকে দ্রুত বেগে একটি খেলনা সাইকেলে চেপে আসছে এক বাঁদর।
https://twitter.com/RexChapman/status/1257108668492984321?s=19
শিশুদের সামনে এসে হঠাৎ করেই সাইকেল থেকে নেমে একটি বাচ্চাকে সে ধাক্কা দিয়ে ফেলে দেয় রাস্তায়। তারপর হিড়হিড় করে টেনে নিয়ে যেতে থাকে শিশুটিকে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় শিশুটি। কাণ্ড দেখে রাস্তায় উপস্থিত লোকজন তেড়ে আসে হইহই করে। তখনই বাচ্চাটিকে ফেলে দৌড় লাগায় ওই বাঁদর।
What the hell did I just watch?! pic.twitter.com/MvAg4emxdd
— Yassine Mezroub (@yjm2k4) May 4, 2020
অবসরপ্রাপ্ত বাস্কেটবল খেলোয়াড় রেক্স চাপম্যান নিজেল টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন ভিডিওটি। ক্যাপশনে লিখেছেন, ‘শেষ কবে সাইকেলে চেপে কোনও বাঁদরকে শিশু চুরি করতে দেখেছি মনে পড়ে না’। শেয়ার করার সঙ্গে সঙ্গেই তা তুমুল ভাইরাল।
Looks like the monkey was on a leash and was attacking the kid.
The owner was then pulling the leash which led to the kid being dragged with the monkey.Still wild
— Joey Salads (@JoeySalads) May 4, 2020
নেটিজেনরাও অবাক ওই বাঁদরের কাণ্ড দেখে। এমন অদ্ভূত কাণ্ড তারা যে আগে কখনও দেখেননি তাও স্বীকার করেছেন সবাই। আবার এক ব্যক্তি নিজের মত জানিয়ে লিখেছেন, দেখে মনে হচ্ছে ওই বাঁদরটি শিকলে বাঁধা ছিল। কোনও ভাবে সে ছাড়া পেয়ে শিশুটিকে আক্রমণ করে। তখনই বাঁদরের মালিক শিকল ধরে টান মারতেই তার সঙ্গে শিশুটিও এগিয়ে যায়।