ফের বড়সড় ভাঙন TMC-তে! দিলীপ ঘোষের সভায় BJP-তে যোগ ৩০ মুসলিম সহ শতাধিক তৃণমূল কর্মীর

বাংলা হান্ট ডেস্ক : পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে ফের ভাঙন পশ্চিমবঙ্গের (West Bengal) শাসক দলে। গতকাল রামনগরে (Ramnagar) বিজেপির (BJP) পঞ্চায়েত কর্মী সম্মেলনে হাজির ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্ব ভারতীয় সহ সভাপতি ও মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জানা যাচ্ছে, বৃহস্পতিবার দলের এই বিশেষ সম্মেলনে শতাধিক কর্মী তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে যোগদান করে।

বিরাট ধাক্কা তৃণমূল শিবিরে : পঞ্চায়েত ভোটের আগে সর্বত্রই চলছে দলবদলের পালা। ত্রিশ জন সংখ্যালঘু সহ প্রায় শতাধিক মানুষ রাজ্যের শাসকদল তৃণমূল ছেড়ে এই সম্মেলনে বিজেপিতে যোগদান করেন।পঞ্চায়েত ভোটের আগে কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে বিভিন্ন বার্তা দেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। তবে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিধানসভা এলাকায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

   

dilip

এর আগেও একই চিত্র দেখা গেছে রামনগরে : এই প্রথম নয়। আগের মাসেই দাপুটে কারামন্ত্রী অখিল গিরির বিধানসভা এলাকায় তৃণমূল নেতা ও সমর্থকদের মধ্যে দলবদল নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়। মার্চের শেষের দিকে রামনগরের একটি এলাকায় বিজেপি-র কিষান মোর্চার সভা আয়োজন করা হয়।

বিরাট সংখ্যায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ : সেই সভায় রামনগরের দাপুটে তৃণমূল নেতা মনোজিৎ মান্না সহ প্রায় ৫০০ টি পরিবার বিজেপি-তে যোগদান করেন। নবাগত তৃণমূল নেতা ও সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাথি সাংগঠনিক জেলা বিজেপি সভানেত্রী মৌমিতা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি মণ্ডল নেতৃত্ব থেকে জেলা নেতৃত্বরা।

একই ঘটনা দক্ষিণ দিনাজপুরেও : এদিকে, চলতি মাসেই দক্ষিণ দিনাজপুর জেলার তপনে তৃণমূলে বড়সড় ভাঙন ধরে। তপন থানার বাদ সনকইর এলাকায় প্রায় ২০০ জন মহিলা তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপিতে। সদ্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি নেতৃত্ব। দুর্নীতি ইস্যু রয়েছে, পাশাপাশি সরকারি পরিষেবা মিলছে না এলাকায় এরকম একাধিক কারণের তাঁদের বিজেপিতে যোগদান বলে জানানো হয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর