“ভারতীয় দলকে বিশ্বের….”, বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়ে বড় প্ৰতিক্রিয়া মর্নে মর্কেলের, কুড়োলেন প্রশংসা

বাংলা হান্ট ডেস্ক: ভারতের নতুন বোলিং কোচ মর্নে মর্কেল (Morne Morkel) এবার একটি বড় প্রতিক্রিয়া দিয়েছেন। যা ইতিমধ্যেই ভারতের কোটি কোটি ক্রিকেট অনুরাগীর মন জিতে নিয়েছে। মূলত, মর্কেল টিম ইন্ডিয়াকে বিশ্বের সেরা দল হিসেবে তৈরি করতে চান বলে জানিয়েছেন। তাঁর মতে, ভারতীয় ক্রিকেট ব্যবস্থা নিজস্বভাবে কাজ করে এবং তাঁর লক্ষ্য হবে ছোট ছোট উপায়ে সামগ্রিকভাবে উন্নতি করা। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মর্নে মর্কেল দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করছেন। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের সাথে লখনউ সুপার জায়ান্টসের সাপোর্ট স্টাফ হিসেবেও তিনি অন্তর্ভুক্ত ছিলেন। আর সেই কারণেই তিনি ভারতীয় ক্রিকেটের সিস্টেম সম্পর্কে ভালোভাবে অবহিত এবং তিনি জানেন কিভাবে তাঁকে কাজ করতে হবে।

কোটি কোটি ভারতীয় ভক্তের মন জয় করেছেন মর্কেল (Morne Morkel):

সম্প্রতি মর্নে মর্কেল (Morne Morkel) BCCI টিভিকে জানিয়েছেন, “এখানে একটি সিস্টেম আছে যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। অতএব, লক্ষ্য হবে এটিকে নিরাপদ রাখা এবং ছোট ছোট উপায়ে উন্নত করা।” দক্ষিণ আফ্রিকার এই প্রাক্তন ফাস্ট বোলার এটাও মনে করেন যে, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং জসপ্রীত বুমরাহ সবসময় তাঁদের নিজ নিজ বিভাগে নেতৃত্ব দেবেন এবং তাঁর কাজ হবে তাঁদের সেরা পরামর্শ দেওয়া। তিনি বলেছেন, “আমরা ভাগ্যবান যে আমাদের উচ্চ পর্যায়ের খেলোয়াড় আছে যারা সবসময় তাদের মাঠে নেতৃত্ব দেবে। আমাদের দায়িত্ব হল তাদের সমর্থন করা এবং তাদের যথাসাধ্য পরামর্শ দেওয়া।”

Morne Morkel big reaction to the Indian team.

মর্কেল ভারতকে বিশ্বের সেরা দলে পরিণত করতে চান: আন্তর্জাতিক ক্রিকেটে ৫৪৪ উইকেট নেওয়া মর্নে মর্কেল (Morne Morkel) ভারতীয় খেলোয়াড়দের পেশাদার মনোভাব দেখে অবাক হয়েছেন। তিনি বলেছেন, “এটি একটি ভালো লক্ষণ এবং আশা করি আমরা এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রাখতে পারব।” বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে অনুশীলন ক্যাম্পে মর্নে মর্কেল দলের সাথে যোগ দিয়েছেন এবং তিনি কেবল খেলোয়াড়দের সাথে আস্থা তৈরি করছেন না, কীভাবে তিনি তাদের সাহায্য করতে পারেন তাও দেখছেন। তিনি বলেছেন, “খেলোয়াড়দের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি খেলোয়াড়দের মতে অনেকের সাথে খেলেছি এবং IPL-এর কারণে তাদের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে। খেলোয়াড়দের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ।”

আরও পড়ুন: ভুলে যান পেট্রোল-ডিজেল! এবার মানুষের প্রস্রাব দিয়েই চলবে ট্র্যাক্টর, অসাধ্য সাধন করল এই কোম্পানি

বোলিং কোচ হওয়ার বিষয়টি বিশ্বাস করতে পারেননি: মর্কেল (Morne Morkel) বলেন, “আমি খেলোয়াড়দের বোঝার চেষ্টা করছি এবং তাদের শক্তিশালী ও দুর্বল দিকগুলিকেও জানার চেষ্টা করছি। আসন্ন সিরিজের জন্য তাদের লক্ষ্য নির্ধারণে সাহায্য করতে চাই। আমি জানি আমাদের জয়ের আশা করা হবে এবং সৌভাগ্যবশত আমি যখন খেলতাম তখনও আমার এই অভিজ্ঞতা ছিল। আমি খেলোয়াড়দের সাথে সেই অভিজ্ঞতা ভাগ করব।” এদিকে, ভারতীয় দলের বোলিং কোচ পদে নিয়োগের বিষয়ে BCCI-র সাথে আলোচনা শেষ হওয়ার পরে, তিনি কয়েক মিনিটের জন্য বিষয়টি বিশ্বাস করতে পারেননি বলেও জানিয়েছেন।

আরও পড়ুন: শেষ হবে দীর্ঘ ১,৩০০ দিনের অপেক্ষা! পন্থের পাশাপাশি টেস্টে প্রত্যাবর্তন ভারতের এই তারকা প্লেয়ারের

“আমার ঘরে পাঁচ মিনিট বসেছিলাম”: মর্কেল (Morne Morkel) মজা করে বলেন, “BCCI-এর সঙ্গে ফোনে কথাবার্তা শেষ হওয়ার পর আমি পাঁচ মিনিট আমার রুমে বসেছিলাম। আমি আমার স্ত্রীর সাথেও কথা বলিনি। আমার বাবার সাথে আগে কথা বলেছি। যেখানে বলা হয় যে, আগে স্ত্রীকে সব কথা বলতে হয়। এটি আমার জন্য একটি বিশেষ মুহূর্ত ছিল। আমি সেই মুহূর্তটি উপভোগ করেছি এবং তারপর আমার পরিবারকে বলেছি।” এদিকে, মর্কেল ভারতীয় খাবারও অত্যন্ত পছন্দ করেন বলে জানিয়েছেন। তিনি বলেন যে, “আমি প্রাতরাশে পুরি খেতে পছন্দ করি। এর পাশাপাশি আমি ধোসা এবং মালাই চিকেনও পছন্দ করি। কিন্তু কোচ হওয়ার কারণে আমাকে খেলোয়াড়দের দেখাতে হবে যে আমি পুষ্টিকর খাবার খাই। তবেই খেলোয়াড়রা আপনাকে অনুসরণ করবে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর