ফিরে দেখুন Hoichoi এর ঝুমা বৌদির সেরা কিছু সিন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অন্তরা বিশ্বাস, নামটা শুনে চেনা চেনা মনে হয় কি?  অনেকেই হয়ত বলবেন না। কিন্তু মোনালিসাকে চেনেন না এমন মানুষ হয়ত খুব কমই আছেন। মোনালিসারই আসল নাম অন্তরা। ভোজপুরি ছবির ‘সেনসেশন’ হলেও আসলে তিনি যে একজন আদ্যপান্ত বাঙালি কন্যে। হইচইয়ের জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দুপুর ঠাকুরপো’র পর থেকেই তাঁর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে যায়। ‘ঝুমা বৌদি’ যে ঠাকুরপোদের মনে একেবারে জাঁকিয়ে বসেছিলেন সেটা সিরিজটির জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়।
২০১৮ সালে শুরু হয় হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র দ্বিতীয় সিজন। প্রথম সিজনে মূল চরিত্র উমা বৌদির ভূমিকায় দেখা গিয়েছিল স্বস্তিকা মুখার্জিকে। তুমুল জনপ্রিয় হয়েছিল সেই সিরিজ। স্বাভাবিক ভাবেই দ্বিতীয় সিজন নিয়ে উত্তেজনা ও প্রত‍্যাশা আরও বেশি ছিল। এই সিজনে ঝুমা বৌদি রূপে আসলেন মোনালিসা। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির সেনসেশন তিনি। কিন্তু আদতে বাঙালি কন‍্যা হলেও এর আগে বাংলা ইন্ডাস্ট্রিতে তেযন কাজ করেননি তিনি। দুপুর ঠাকুরপোর হাত ধরেই বাংলা ওয়েব সিরিজে পা রাখেন তিনি। আর বলা বাহুল‍্য প্রথম সিজনের মতো এই সিজনও একই রকম জনপ্রিয়তার তুঙ্গে ওঠে।


এই সিরিজটি এখন শেষ হয়ে গেলেও এর রেশ কিন্তু এখনও রয়ে গিয়েছে দর্শকদের মনে। সেটাই প্রমাণিত হল হইচইয়ের একটি সাম্প্রতিক পোস্টে। দুপুর ঠাকুরপো সিজন থ্রির কয়েকটি মজাদার দৃশ‍্য ফের তাদের অফিশিয়াল পেজে পোস্ট করেছে হইচই কর্তৃপক্ষ। ঝুমা বৌদির আগমন ও তারপর একটি লাস‍্যময় নাচের দৃশ‍্যের ঝলক শেয়ার করেছে তারা। পোস্টটিতে সাড়াও পড়েছে তুমুল।

https://www.facebook.com/hoichoitv/videos/2587698271519007/

৪ মিলিয়নের বেশি ভিউ হয়ে গিয়েছে ভিডিওটিতে। লাইকের সংখ‍্যা ৫৪ হাজার পেরিয়ে গিয়েছে। বেশ বোঝা যায় যে ঠাকুরপোদের মন থেকে ঝুমা বৌদি এখনও পুরোপুরি মিলিয়ে যাননি।

সম্পর্কিত খবর

X