বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশের সাধারণ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যার প্রভাব গত মঙ্গলবার দিনভর শেয়ার বাজারে দৃশ্যমান ছিল। শুধু তাই নয়, একাধিক শেয়ারে দরপতন দেখা গেছে। আবার কিছু শেয়ারের দামও বেড়েছে। এই কারণে, দেশের শীর্ষ-১০ বিলিয়নেয়ারদের মোট সম্পদেও পরিবর্তন এসেছে। একদিকে এশিয়ার সবচেয়ে ধনী মুকেশ আম্বানির (Mukesh Ambani) সম্পদের পরিমাণ কমেছে। অন্যদিকে ভারতের দ্বিতীয় শ্রেষ্ঠ ধনী ব্যক্তি গৌতম আদানির (Gautam Adani) মোট সম্পদ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
মুকেশ আম্বানির (Mukesh Ambani) মোট সম্পদে পতন:
বাজেটের দিন শেয়ার বাজারে অস্থিরতার মধ্যেই মুকেশ আম্বানির (Mukesh Ambani) কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লাল চিহ্নে লেনদেন হতে দেখা যায়। তবে, বুধবার এটি সামান্য বৃদ্ধির সাথে ২,৯৯০.৮০ টাকায় লেনদেন হয়। কিন্তু গত ব্যবসায়িক দিনে যে পতন ঘটেছে তা মুকেশ আম্বানির মোট সম্পদকে প্রভাবিত করেছে এবং এটি হ্রাস পেয়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, গত ২৪ ঘন্টায় মুকেশ আম্বানির মোট সম্পদ ১.১০ বিলিয়ন ডলার বা ৯,২০৬ কোটি টাকা কমেছে। যার ফলে তাঁর সম্পদের পরিমাণ কমে হয়েছে ১১২ বিলিয়ন ডলারে।
লাভবান হয়েছেন গৌতম আদানি: এদিকে, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বাজেটের পরে লাভবান হয়েছেন। আদানির মোট সম্পদে একদিনেই ৭২৪ মিলিয়ন ডলার বেড়েছে। ভারতীয় মুদ্রায় যা হল প্রায় ৬,০০০ কোটি টাকা। এরপর তাঁর মোট সম্পদ বেড়ে দাঁড়ায় ১০২ বিলিয়ন ডলারে। আসলে বাজেটের দিন আদানি গ্রুপের শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বুধবারেও আদানি গ্রুপের বেশিরভাগ কোম্পানির শেয়ারে ইতিবাচক বৃদ্ধি দেখা গিয়েছে।
লাভবান হয়েছেন এই ভারতীয় ধনকুবেররাও: দেশের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় আম্বানি (Mukesh Ambani) ক্ষতির সম্মুখীন হলেও লাভবান হয়েছেন আদানি। পাশাপাশি, দেশের শীর্ষ ১০ ধনকুবেরের তালিকায় অন্তর্ভুক্ত শাপুর মিস্ত্রির মোট সম্পদ ২১৯ মিলিয়ন ডলার (প্রায় ১,৮৩২ কোটি টাকা) বেড়েছে। এইচসিএল-এর শিব নাদারের সম্পদ ৪০৯ মিলিয়ন ডলার (প্রায় ৩,৪২৩ কোটি টাকা) বৃদ্ধি পেয়েছে। এদিকে, দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দালের মোট সম্পদে ১০.৫ মিলিয়ন ডলারের (প্রায় ৮৭ কোটি টাকা) বৃদ্ধি ঘটেছে।
আরও পড়ুন: বাজেটের ২৪ ঘণ্টা পরেই এল দুর্দান্ত সুখবর! মিলল বড়সড় স্বস্তি, জানলে আপনিও উঠবেন চমকে
পাশাপাশি, দিলীপ সাঙ্ঘভির মোট সম্পদে ২৬৪ মিলিয়ন ডলার (প্রায় ২,২০৯ কোটি টাকা), ডি-মার্টের রাধাকিশান দামানির মোট সম্পদে ২৩৪ মিলিয়ন ডলার (প্রায় ১,৯৯৮ কোটি টাকা) বৃদ্ধি ঘটেছে। তবে, উইপ্রোর প্রতিষ্ঠাতা আজিম প্রেমজির সম্পদ ১২৩ মিলিয়ন ডলার (প্রায় ১,০২৯ কোটি টাকা) হ্রাস পেয়েছে।