উঠে গেল বিয়ের খরচ! পুত্রবধূ রাধিকা পরিবারে পা রাখতেই ঘটল চমক, ১ দিনেই ১,০০০ কোটি লাভ আম্বানির

বাংলা হান্ট ডেস্ক: আম্বানি পরিবারে এখন রীতিমতো উৎসব চলছে। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে মুকেশ ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিবাহ। যিনি বিয়ে করেছেন রাধিকা মার্চেন্টকে (Anant-Radhika Wedding)। এদিকে, বিবাহের পরে সম্পন্ন হচ্ছে রিসেপশানও। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে আম্বানি পরিবারের এই উদযাপনের জন্য দেশ তথা সমগ্র বিশ্বজুড়েই উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। এদিকে, ছেলের বিয়েতে জলের মতো টাকা খরচ করেছেন মুকেশ আম্বানি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অনন্ত-রাধিকার (Anant-Radhika Wedding) বিয়েতে খরচ হয়েছে ৫,০০০ কোটি টাকা। অনেকেই এই বিয়েতে খরচের সমালোচনা করলেও আম্বানি পরিবারে পুত্রবধূ রাধিকার প্রবেশের সাথে সাথেই কিন্তু মুকেশ আম্বানির সম্পদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অনন্ত-রাধিকার (Anant-Radhika Wedding) বিয়েতে খরচ হয়েছে ৫,০০০ কোটি টাকা:

খবর অনুযায়ী, অনন্ত ও রাধিকার (Anant-Radhika Wedding) বৈবাহিক অনুষ্ঠানটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিয়ে হিসেবে বিবেচিত হচ্ছে। আম্বানি পরিবার এই বিয়েতে প্রায় ৫,০০০ কোটি টাকা খরচ করেছে। সারা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ ব্যক্তিত্বরা এই বিয়েতে উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, বলিউড থেকে শুরু করে রাজনীতি, ব্যবসা, খেলাধূলা, ধর্মীয় এবং সাহিত্যের ক্ষেত্র থেকে উপস্থিত ছিলেন অতিথিরা। এই জমকালো বিয়ের প্রস্তুতি চলছিল ৬ মাস ধরে। তবে, বিয়ের বিপুল খরচ নিয়ে চারিদিকে সমালোচনা হলেও মুকেশ আম্বানি তাঁর মোট সম্পদের মাত্র ০.৫ শতাংশ এখানে ব্যয় করেছেন। পরিসংখ্যান অনুযায়ী, তিনি মাত্র ১ ঘন্টাতে এই অর্থ উপার্জন করতে পারেন। তবে, পুত্রবধূ রাধিকা পরিবারে পা রাখার সাথে সাথেই তাঁর সম্পদ বিপুলভাবে বেড়েছে।

   

Mukesh Ambani made a huge profit on the day of Anant-Radhika Wedding.

সম্পদ বেড়েছে মুকেশ আম্বানির: অনন্ত এবং রাধিকার (Anant-Radhika Wedding) বিয়ের দিন, অর্থাৎ ১২ জুলাই সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে বিশাল বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। ওইদিন রিলায়েন্সের শেয়ার ১ শতাংশেরও বেশি বেড়েছে। এদিকে, শেয়ার বৃদ্ধির কারণে মুকেশ আম্বানির মোট সম্পদেও বড় ধরণের বৃদ্ধি ঘটে।

আরও পড়ুন: মুকেশ বা নীতা আম্বানি নয়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সর্বাধিক শেয়ারের মালিক হলেন ইনি! অবাক করবে পরিচয়

ধনকুবেরদের তালিকায় আম্বানির লাফ: ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে জানা গিয়েছে, যেদিন অনন্ত এবং রাধিকার (Anant-Radhika Wedding) বিবাহ সম্পন্ন হয় সেদিন আম্বানির মোট সম্পদ ১.২১ বিলিয়ন ডলার বা প্রায় ১,০১,০৫,৮৪,১৩,৫০০ টাকা বেড়েছে। এই বৃদ্ধির সাথে সাথে মুকেশ আম্বানি বিশ্বের শ্রেষ্ঠ ধনুকুবেরদের তালিকায় পৌঁছে গিয়েছেন ১১ নম্বর স্থানে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ হল ১২১ বিলিয়ন ডলার। এদিকে, চলতি বছরে অর্থাৎ ২০২৪ সালে এখনও পর্যন্ত আম্বানির সম্পদ বৃদ্ধি পেয়েছে ২৪.২ বিলিয়ন ডলার।

আরও পড়ুন: জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের দ্বিতীয় দরজা খুলতেই জ্ঞান হারালেন SP! কি জানালেন আধিকারিকরা?

অনন্ত-রাধিকার রিসেপশন: বিয়ের আশীর্বাদ অনুষ্ঠানের পর রবিবার সম্পন্ন হচ্ছে অনন্ত-রাধিকার (Anant-Radhika Wedding) ওয়েডিং রিসেপশন। আজকের অনুষ্ঠানেও দেখা যাবে তারকাদের ভিড়। বিগত তিন দিন ধরে মহাসমারোহে সম্পন্ন হচ্ছে অনন্ত-রাধিকার বিবাহের অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত শনিবার অর্থাৎ ১৩ জুলাই আশীর্বাদ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনন্ত আম্বানি ও রাধিকা প্রধানমন্ত্রী মোদীর পা ছুঁয়ে আশীর্বাদ নেন। পাশাপাশি, নতুন দম্পতিকে আশীর্বাদ ও উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। যদিও এখনও পর্যন্ত রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী এই অনুষ্ঠানে পৌঁছননি। এদিকে, মুকেশ আম্বানি নিজে বিয়ের নিমন্ত্রণপত্র নিয়ে তাঁদের দিল্লির বাড়িতে পৌঁছেছিলেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর