বাংলা হান্ট ডেস্ক : এই মুহুর্তে থমথমে উত্তর প্রদেশের রাজনীতি। প্রথমে আসাদ আহমেদের (Asad Ahmed Encounter) এনকাউন্টার, পরে মাফিয়া আতিক আহমেদ (Atiq Ahmed) ও তাঁর ভাই আশরফ আহমেদের (Ashraf Ahmed) হত্যা। সব মিলিয়ে উত্তর প্রদেশের অপরাধ জগতে নেমে এসেছে আতঙ্কের ছায়া। সবাই দিন গুনছেন, না জানি কখন কার নম্বর আসে।
এরই মধ্যে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের হাতে রয়েছে সবচেয়ে কুখ্যাত ৬০ জন মাফিয়ার নাম। যাদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করছে যোগি প্রশাসন। এই তালিকায় নাম রয়েছে মুখতার আনসারির। পুলিস রেকর্ড বলছে আনসারির অপরাধের সংখ্যা অনেকটা আতিকের মতই।
উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার থেকে রাজনীতিতে উঠে আসা মুখতার আনসারির। বিজেপি বিধায়ক-সহ একাধিক খুন এবং অন্যান্য মামলায় গত ১১ বছর ধরে জেলে বন্দি মুখতার। জেলে বসেই তিনি বিধানসভা ভোটে লড়েন, জিতেও যান। উত্তর প্রদেশে যখন আতিক আহমেদ, তাঁর ভাই আশরফ আহমেদ এবং ছেলে আসাদ আহমেদের রাজত্ব চলছে ঠিক তখনই দিল্লির বুকে দাপট দেখাচ্ছেন কুখ্যাত মুখতার আনসারি।
২৯ এপ্রিল গাজিপুর আদালতে হাজিরা রয়েছে মুখতার আনসারির। সমস্যা হল, সেখানে যেতেই ভয় পাচ্ছেন মুখতার। তাঁর অবস্থাও না আতিকের মতোই হয়। গ্যাংস্টার ধারায় মুখতারের শুনানি হওয়ার কথা। জানা যাচ্ছে দু’দিন আগে যখন মুখতার আতিক এবং তার ভাইয়ের মৃত্যুর খবর শোনেন তখন উঠে চিন্তিন ভাবে নিজের ব্যারাকে ঘোরাঘুরি করতে শুরু করেন।
মুখতার আনসারির ভাই আফজল আনসারির অভিযোগ করে বলেন, আমাদেরও হত্যার পরিকল্পনা করা হচ্ছে। শুধু তাই নয় সুরষ্কার জন্য স্বংয়ং রাষ্ট্রপতির কাছেও আবেদন করেছেন দুই ভাই। তবে আদৌও তাঁদের উদ্দেশ্য সিদ্ধ হবে কিনা তা সময়ই বলবে।