Big Breaking কলকাতা বিমানবন্দরে মুকুল রায়ের গাড়িতে তল্লাশি

Published On:

উদয়ন বিশ্বাস ঃ দমদম

ভারতবর্ষের সবথেকে বড় গণতন্ত্রের উৎসব লোকসভা নির্বাচন চলছে। আজ ষষ্ঠ দফা নির্বাচন, রাজ্যের ৮টি কেন্দ্রে ষষ্ঠ দফা নির্বাচন হচ্ছে। কোথাও বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে কোথাও তৃণমূলের কর্মীদের গুলি করা হয়েছে।

আবার কোথায় বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে শাসক এবং বিরোধীদের অভিযোগ।
বিজেপি নেতা মুকুল রায় আজ দিল্লিতে ভোট দিতে যান সেখানে, তিনি তার গণতন্ত্র প্রয়োগ করে কলকাতা বিমানবন্দরে নামার পর তার গাড়ি তল্লাশি চালানো হচ্ছে।

তার গাড়িতে কিছু অসঙ্গগতি থাকতে পারে বলে গোয়েন্দারা অনুমান করছে। প্রায় এক ঘন্টা ধরে তার গাড়ি পরীক্ষা করা হচ্ছে, এখনো পর্যন্ত তেমন কিছু উদ্ধার হয়নি। হঠাৎ কেন মুকুল রায়ের পরীক্ষা করা হচ্ছে? সেই নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। রাজনৈতিক ভাবে মুখে চাপে ফেলতে শাসক দল নয় পরিকল্পনা করেছে দাবী বিজেপির। শাষক দল তা মানতে নারাজ। এখন দেখার বিষয় নয় গাড়ি তল্লাশি করে কিছু পায় কি না,

গোয়েন্দারা যদি কিছু পায় তাহলে গ্রেপ্তারের আশঙ্কায় হতে পারে বলে সূত্র মারফৎ জানাযাচ্ছে।

বিস্তারিত আসছে….

সম্পর্কিত খবর

X