প্রয়াত মুকুল রায়ের স্ত্রী, মাতৃহারা হলেন শুভ্রাংশু রায়

বাংলা হান্ট ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর করোনা থেকে সেরে উঠে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন দীর্ঘদিন ধরে। অবশেষে জীবন যুদ্ধে হার মানলেন মুকুল রায়ের (Mukul Roy) স্ত্রী। মঙ্গলবার সকালে চেন্নাইয়ের হাসপাতালে প্রয়াত হন কৃষ্ণা রায়। কিছুদিন আগেই ওনাকে কলকাতা থেকে চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। করোনার পর থেকেই ফুসফুসের সমস্যা চলছিল ওনার।

মে মাসেই মুকুল রায় এবং ওনার স্ত্রী দুজনাই করোনায় আক্রান্ত হন। কৃষ্ণাদেবী বেসরকারি হাসপাতালে ভর্তি হলেও, মুকুলবাবু বাড়িতেই চিকিৎসা করাচ্ছিলেন। তবে বেসরকারি হাসপাতালে কৃষ্ণাদেবীর শারীরিক অবস্থার তেমন কোনও উন্নতি দেখা যাচ্ছিল না। এরপর ফুসফুস প্রতিস্থাপন করার পরামর্শ দেন চিকিৎসকরা।

কলকাতায় অঙ্গদাতার খোঁজ মিলতেই কৃষ্ণা রায়কে ১৭ জুন এয়ার অ্যাম্বুল্যান্স করে কৃষ্ণাদেবীকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ে। সেখানে মায়ের সঙ্গে মুকুল পুত্র শুভ্রাংশু রায়ও গিয়েছিলেন। কিন্তু মাকে আর সুস্থ করে বাড়িতে ফেরানো হল না তাঁর।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর