বাংলা হান্ট নিউজ ডেস্ক: মহিলা আইপিএলে (WPL) অব্যাহত রয়েছে সাইকা ঈশাকের (Saika Ishaque) জাদু। এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষস্থানে নিজের অবস্থান আরো মজবুত করে চলেছেন বাংলার এই বাঁ-হাতি স্পিনার। তার বোলিংয়ের ওপর ভর করেই মহিলাদের আইপিএলের পরপর পাঁচ ম্যাচ জিতল মুম্বাই ইন্ডিয়ানস (Mumbai Indians)। সেই সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স করলেন তাদের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)।
আজ অবশ্য সাইকার শুরুটা ভালো হয়নি। নিজের প্রথম ওভারে উইকেট তুললেও তার দ্বিতীয় ওভারে ১৮ রান তোলেন মুম্বাইয়ের আজকের প্রতিপক্ষ ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি। তার এবং তালিয়া ম্যাকগ্রাথের অর্ধশতরানে ভর করে বড় স্কোরের দিকে এগোচ্ছিল ইউপি। তাদের মধ্যে ৮২ রানের একটি বড় পার্টনারশিপও হয়।
কিন্তু এরপর ১৭ তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে দুজনকে ড্রেসিংরুমে ফেরত পাঠান সেই সাইকা। শেষপর্যন্ত দ্বিতীয় ওভারে ১৮ রান দেওয়া সত্ত্বেও নিজের চার ওভারে ৩৩ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে ইউপিকে ১৫৯ রানে বেঁধে ফেলেন তিনি। প্রসঙ্গত পুরুষ এবং মহিলাদের টুর্নামেন্ট মিলিয়ে প্রথম ৪ ম্যাচের পর লাসিথ মালিঙ্গাকে (১১) সরিয়ে সর্বোচ্চ উইকেট (১২) তোলার রেকর্ডটি এখন জুড়ে গেছে তার নামের পাশে।
বাকি কাজটা করে দেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। আজ রান তাড়া করতে নেমে চলতি মহিলা আইপিএলে অসাধারণ ফর্মে থাকা মুম্বাইয়ের ক্যারিবিয়ান ওপেনার হিলি ম্যাথিউস ১৭ বলে মাত্র ১২ রান করে ইউপির তারকা বোলার সোফি একেলস্টোনের শিকার হয়েছিলেন। রান পেয়েছিলেন অপর ইয়াস্তিকা ভাটিয়া (৪২)।
কিন্তু ভাটিয়া আউট হওয়ার পর ব্যাট করতে নেমে ৩৩ বলে ৫৩ রানের একটি অসাধারণ অপরাজিত ইনিংস খেলে ম্যাচ ইউপির হাত থেকে কেড়ে নেন হরমনপ্রীত। মেরেছেন ৯টি চার ও ১টি ছক্কা। তাকে যোগ্য সঙ্গত দেন ন্যাতালিয়া স্কেভিয়ার ব্রান্ট (৪৫*)। তাদের দাপটে এখনো পর্যন্ত মহিলা আইপিএলে পরাজয়ের মুখ দেখেনি মুম্বাই।