বাংলাহান্ট ডেস্ক : মুর্শিদাবাদে (Mushidabad) তৃণমূল নেত্রীর শ্লীলতাহানির ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Chowdhury)। রানিনগরের (Raninagar) তৃণমূল ব্লক সভাপতি শাহ আলম সরকার দলেরই জেলাস্তরের এক মহিলা নেত্রীর শ্লীলতাহানি করেছেন বলে যে অভিযোগ সামনে আসে। এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠিও (Letter) লিখলেন অধীরবাবু।
বহরমপুরের কংগ্রেস সাংসদ তাঁর চিঠিতে লেখেন, সংবাদমাধ্যমের খবর দেখে তিনি জানতে পারেন, রানিনগরের তৃণমূল ব্লক সভাপতি দলেরই জেলাস্তরের এক মহিলা নেত্রীর শ্লীলতাহানি করেছেন। এ ব্যাপারে ওই নেত্রী রানিনগর থানায় অভিযোগও দায়ের করেছেন বলে জানা যাচ্ছে।
তৃণমূলের ওই মহিলা নেত্রীর অভিযোগ, গত ৯ অগস্ট পঞ্চায়েত অফিসের দোতলায় তাঁকে শারীরিক নির্যাতন করেন শাহ আলম সরকার। এ ব্যাপারে পুলিসের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিস অভিযোগ নিতে অস্বীকার করে। এর উপর আবার হোয়াটসঅ্যাপ কলে তাঁকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। শাহ আলম অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে। তাঁর দাবি, ওইদিন পঞ্চায়েত অফিসই বন্ধ ছিল। তাহলে দোতলায় এই ঘটনা ঘটল কিভাবে? তাছাড়া, সেখানে সিসিটিভি ক্যামেরাও রয়েছে। পুলিস চাইলে দেখে নিতেই পারে। তাঁর দাবি, তাঁকে ফাঁসাতেই এই ষড়যন্ত্র করা হয়েছে। তবে এখানে বিরোধী কোনও হাত আছে কিনা তা তিনি স্পষ্ট করে জানানি।
এদিকে অধীরবাবুর বলেন, ‘আমরা মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে আছি। সেখানে রক্ষকই যদি ভক্ষক হয়ে ওঠে তাহলে কি তা উদ্বেগজনক নয়?’ কংগ্রেস নেতা আরও লেখেন, শাসকদলের মহিলারা যদি নিজের নেতাদের কাছে নিরাপদ না থাকেন তাহলে তো রাজ্যের অন্যান্য মহিলাদের নিরাপত্তা নিয়ে মানুষ প্রশ্ন করবেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা ওই চিঠিতে অভিযুক্ত নেতার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন অধীরবাবু।