এক ধাক্কায় ৩৭ টাকা সস্তা, এখন এত টাকায় মিলবে সর্ষের তেল! জনগণকে স্বস্তি দিয়ে ঘোষণা সরকারের

বাংলা হান্ট ডেস্ক: মধ্যবিত্তের পকেটে আগুন লাগিয়ে দিয়ে বাজারের অবস্থা তথৈবচ। বাজার করতে গিয়ে সামান্য সবজি, আদা এমনকি একটু লংকা নিলেও পকেটে লংকাকাণ্ড ঘটে যাচ্ছে! এমন অবস্থায় সরিষার তেলের (Mustard Oil) দাম কমার খবরে কিছুটা যেন স্বস্তির নিঃশ্বাস আমজনতার। মাত্র ১১০ টাকা প্রতি লিটারেই পাওয়া যাবে একদম খাঁটি সরিষার তেল।

সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিয়ে সর্ষের তেলের দাম বেশ খানিকটা কমেছে। হিমাচল প্রদেশের রেশন ডিপোতে আপাতত যে দামে বিক্রি হচ্ছে সর্ষের তেল তা বাজারচলতি দামের থেকে বেশ অনেকটাই কম। হিমাচলের ডিপোতে সরিষার তেল পাওয়া যাবে লিটার প্রতি ১১০ টাকায় রেটে।

উল্লেখ্য যে, এই প্রথমবার মতো দারিদ্র্য সীমার নীচে (BPL) এবং দারিদ্র্যসীমার উপরে (APL) থাকা পরিবারগুলির জন্য একই দামে সরিষার তেল উপলব্ধ থাকছে। চলতি মাসে দাম কমে যাওয়ায় সরিষার তেলের চালান পৌঁছে গেছে অধিকাংশ গোডাউন ও ডিপোতে। সেরাজ্যে মোট সুবিধা ভোগীর সংখ্যা ১৯,৭৪,৭৯০ জন।

হিমাচলে জনসাধারণকে রেশন দেওয়ার জন্য মোট ৫১৯৭ টি রেশন দোকান রয়েছে। এবিষয়ে উল্লেখযোগ্য যে, আগেও ১১০ টাকা প্রতি লিটার হিসেবে পাওয়া যেত সরিষার তেল, কিন্তু সেই সুবিধা সকলের জন্য থাকেনি। আগে BPL দের এই দামে তেল পাওয়ার সুবিধা থাকলেও APL দের ১৪৭ টাকা দিতে হতো।

mustard oil (1)

লেটেস্ট আপডেট অনুযায়ী এবার থেকে সবাই ১১০ টাকাতেই পেয়ে যাবেন। শুধু তাই না, সেরাজ্যে যারা আয়কর জমা দেন তারা আগে ১৬০ টাকা লিটার সরিষার তেল পেতেন। কিন্তু এবার সেই অংকও নেমে এসেছে মাত্র ১১৫ টাকায়। তবে এই সুবিধা পাবে হিমাচল প্রদেশের মানুষেরা। বাংলার মানুষ কবে এই সুবিধা পাবে সেটা সময়ই বলতে পারে।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর