কোটি টাকার সাইকেল বৃষ্টিতে নষ্ট, প্রশাসনের গাফিলতিতে ক্ষুব্ধ নবান্ন, ৭ দিনের মধ্যে রিপোর্ট তল

Published on:

Published on:

Nabanna orders strict action over unused Sabooj Sathi cycles

বাংলা হান্ট ডেস্কঃ সবুজ সাথী প্রকল্পে ছাত্রছাত্রীদের হাতে না পৌঁছানো সাইকেল নিয়ে ফের নড়েচড়ে বসল নবান্ন (Nabanna)। রাজ্য সরকারের শীর্ষ স্তর থেকে জানানো হয়েছে, অবহেলা করে খোলা আকাশের নীচে সাইকেল ফেলে রাখা চলবে না। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জারি হয়েছে।

অতিরিক্ত সাইকেল সংরক্ষণের নির্দেশ দিয়েছে নবান্ন (Nabanna)

রাজ্য প্রশাসনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, অতিরিক্ত সাইকেল যত্নে সংরক্ষণ করতে হবে। বৃষ্টি-রোদে নষ্ট হওয়ার মতো অবস্থায় খোলা জায়গায় ফেলে রাখা যাবে না। অনগ্রসরশ্রেণী কল্যাণ দপ্তরের সচিব সঞ্জয় বনশলকে এক সপ্তাহের মধ্যে সাইকেল সংরক্ষণের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন (Nabanna)। জেলা শাসকদেরও সতর্ক করে দেওয়া হয়েছে, নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রের খবর, একাধিক জেলায় এখনও বণ্টন না হওয়া বহু সাইকেল খোলা মাঠে ফেলে রাখা হয়েছে। ফলে বৃষ্টি-রোদে ভিজে সেগুলি নষ্ট হচ্ছে। এ ঘটনা নিয়ে ক্ষুব্ধ নবান্ন (Nabanna) ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি জেলা প্রশাসনকে অবণ্টিত সাইকেলের অবস্থার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়েও জেলাশাসকদের সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষার্থীদের সুবিধার্থে সবুজ সাথী প্রকল্প চালু করেছিলেন। গত দশ বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকা খরচ করে রাজ্য সরকার এক কোটি আটত্রিশ লক্ষেরও বেশি পড়ুয়াকে সাইকেল দিয়েছে। তবুও বিভিন্ন জেলায় অবণ্টিত সাইকেল পড়ে থাকার ঘটনা প্রশাসনের গাফিলতি প্রকাশ করছে। শুধু তাই নয়, বিনা মূল্যে দেওয়া এই সাইকেল পাচার হওয়ার অভিযোগও মাঝে মাঝেই সামনে আসে, যা নিয়ে বিড়ম্বনায় পড়ে সরকার।

Nabanna orders strict action over unused Sabooj Sathi cycles

আরও পড়ুনঃ‌ মিমির পর অঙ্কুশ, অবৈধ বেটিং অ্যাপ কাণ্ডে ৯ ঘণ্টা জেরা, কী কী প্রশ্ন করা হয়েছে অঙ্কুশকে?

সবুজ সাথী প্রকল্পে বিপুল বিনিয়োগের পরেও অবণ্টিত সাইকেল নিয়ে এভাবে বিতর্ক তৈরি হওয়ায় ক্ষুব্ধ নবান্ন (Nabanna)। এবার সময়সীমার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়ে প্রশাসন জানিয়ে দিল, কোনওরকম অবহেলা আর বরদাস্ত করা হবে না।