বাংলাহান্ট ডেস্কঃ ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রী হলেন হাইটেক মিলিনিয়র নাফলতি বেনেট (Naftali Bennett)। ১২ বছরের শাসনের অবসান ঘটল ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu)। ৬০-৫৯ ভোটের ব্যবধানে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পরাজিত করে, ইজরায়েলের প্রধানমন্ত্রীর আসন ছিনিয়ে নেন নাফলতি বেনেট।
সাংসদের অনুমতিতে রবিবারই ইজরায়েলে নয়া জোট সরকার গঠিত হল। ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী- দল নিয়ে জোট সরকার গড়লেন নাফলতি বেনেট। ইজরায়েলের প্রাক্তন ডিফেন্স মিনিস্টার ছিলেন বর্তমান নব প্রধানমন্ত্রী নাফলতি বেনেট।
তবে নির্বাচনে নাফলতির কাছে ৬০-৫৯ ভোটের ব্যবধানে পরাজিত হয়ে স্বইচ্ছায় প্রধানমন্ত্রীর আসন ছেড়ে দেননি বেঞ্জামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর আসন হাতছাড়া হয়ে গেলেও, রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না বলেই স্পষ্ট বার্তা তাঁর। সেইসঙ্গে নতুন সরকারকে ক্ষমতাচ্য়ুৎ করার হুঁশিয়ারিও দিয়েছেন নেতানিয়াহু।
অন্যদিকে ইজরায়েল, প্যালেস্তাইন এবং সীমান্ত এলাকায় স্থিরাবস্থা এবং শান্তি বজায় রাখার ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বার্তা দিয়ে ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বেনেটের সঙ্গে কাজ করার জন্য আমরা আগ্রহী। দুদেশের মধ্যেকার সম্পর্ক আরও শক্তিশালী হয়ে উঠেব। আমেরিকা ইজরায়েলের সবথেকে বড় বন্ধু। পাশাপাশি ইজরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে আমেরিকা বদ্ধপরিকর’। জানা গিয়েছে, ফোন মারফতও ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।