বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের হটস্পট হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি। কারণ এবারের নির্বাচনে ওই কেন্দ্র থেকে দুজন হেভিওয়েট প্রার্থী একে অপরের বিরুদ্ধে লড়াই করছেন। দুজনই নিজেদের নন্দীগ্রাম আন্দোলনের পুরোধা বলে দাবি করেছেন। তবে শেষ হাসি কে হাসবেন, সেটা ২ মে দেখা যাবে। তবে আপাতত নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি লড়াই দেখতে উৎসুক গোটা রাজ্যের জনতা।
কিন্তু ২ মে’র আগে নন্দীগ্রাম কেন্দ্র থেকে কে জয়ী হবেন, সেটা নিয়ে চলেছে অনেক বিশ্লেষণ। চলেছে একাধিক সংস্থার সমীক্ষাও। আগামী ১ এপ্রিল এই হটস্পটে নির্বাচন হতে চলেছে, তাঁর আগে দেখে নিই সম্প্রতি TV9 এর পোলস্ট্র্যাট সমীক্ষার ফলাফল। তবে এই সমীক্ষার সঙ্গে নন্দীগ্রামের ফলাফল কতটা মিলবে সেটা বলা কারোর পক্ষেই সম্ভব না।
কে জিতবে নন্দীগ্রাম? শুভেন্দু অধিকারী না মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নের জবাবে ৩৬.১ শতাংশ মানুষ জানিয়েছেন এবার নন্দীগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জিতবেন। আবার একই প্রশ্নে ৪৬ শতাংশ মানুষ বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। এছাড়াও ১০ শতাংশ মানুষ দাবি করেছেন সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় জিততে পারেন। এছাড়াও ৭.৯ শতাংশ মানুষ জানিয়েছেন বলতে পারব না।
এর আগেও গত ১৯ মার্চ নন্দীগ্রাম আসনে একই প্রশ্নের জবাবে ৫০ শতাংশ মানুষ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। এর পাশাপাশি ৪০.০৭ শতাংশ মানুষ বলেছিলেন শুভেন্দু অধিকারী জিতবেন। এবং ৯.৩ শতাংশ মানুষ বলেছিলেন সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় জিতবেন।
আরেকদিকে, জমি আন্দোলনের আরেকটি কেন্দ্র সিঙ্গুর নিয়েও সমীক্ষা চালানো হয়। সেখানে ৩৪.৭ শতাংশ মানুষ দাবি করেছেন যে বিজেপির প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য জিতবেন। আবার ৪৩.৬ শতাংশ মানুষ বলেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেচারাম মান্না জিতবেন। এবং ৯.১ শতাংশ মানুষ বলেছিলেন যে সংযুক্ত মোর্চার প্রার্থী সৃজন ভট্টাচার্য জিতবেন। আর ১২.৬ শতাংশ মানুষ কোনও উত্তর দিতে চান নি।
তবে দুই জায়গার সমীক্ষায় এটুকু স্পষ্ট যে দুই কেন্দ্রেই তৃণমূল আর বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। তবে শেষ হাসি কে হাসবে সেটা ২ মে ছাড়া বলা সম্ভব নয়।