ভারতের প্রথম ২৪ ঘন্টা সৌর চালিত গ্রাম গুজরাতের মোঢেরা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

বাংলাহান্ট ডেস্ক : গুজরাতের মোঢেরা জায়গা করে নিল ইতিহাসের পাতায়। ভারতের প্রথম ২৪ ঘন্টার সৌর চালিত বিদ্যুতের গ্রাম হিসেবে আত্মপ্রকাশ করল গুজরাতের মোঢেরা। গত রবিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি মোঢেরার গ্রামের সূর্যমন্দিরে ত্রিমাত্রিক আলো-ধ্বনি (ত্রি-ডি লাইট অ্যান্ড সাউন্ড)-র একটি অনুষ্ঠানের উদ্বোধন করলেন।

জানা গেছে,মোঢেরা গ্রামের ঐতিহ্যবাহী সূর্যমন্দিরের পাশাপাশি গ্রামের বসতবাড়ি, সরকারি ও বেসরকারি অফিস গুলির বিদ্যুৎ চাহিদা মেটাবে এই সৌরশক্তি। গুজরাটের এই গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, “আমাদের আর বিদ্যুতের জন্য পয়সা খরচা করতে হবে না। বরঞ্চ আমরা তা বিক্রি করে অর্থ উপার্জন করব। এর আগে সরকার বিদ্যুৎ উৎপাদন করে তা সাধারণ মানুষকে সরবরাহ করত। এখন থেকে সৌরশক্তির সাহায্যে গ্রামবাসীরা নিজেই বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন।”

পিএমও দপ্তর সূত্রে জানা গেছে, দেশের প্রথম ২৪ ঘন্টার সৌর চালিত এই গ্রামে বসতবাড়ি ও অফিস মিলিয়ে মোট ১৩০০ জায়গায় বসানো হয়েছে সৌর প্যানেল। এরই সাথে একটি সৌর প্ল্যান্ট বসানোর কাজ চলছে ভূগর্ভে।একটি ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস)-এর সাথে এই সব কটি যুক্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল গুজরাতের মেহসানা জেলায় সফর করেন। এই জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। সরকারি কাজ ছাড়াও নরেন্দ্র মোদিকে মধেশ্বরী মন্দিরে পুজো দিতেও দেখা যায় ।20221010 134817 0000

ভারতবর্ষের মতো এত বৃহৎ জনসংখ্যার দেশে সব জায়গায় প্রচলিত শক্তির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা অনেক সময় সমস্যার হয়ে ওঠে। দেশের প্রতিটি গ্রামে কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচ সাপেক্ষেও বটে। সেই জায়গায় ধীরে ধীরে অপ্রচলিত শক্তি জায়গা করে নিচ্ছে।মোঢেরা ছাড়িয়ে সৌরশক্তি চালিত বিদ্যুৎ পরিষেবা ধীরে ধীরে সারাদেশে জায়গা করে নেবে বলে আশা বিশেষজ্ঞদের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর